জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ডে দিনের প্রথম ও নিজেদের চতুর্থ খেলায় আজ মাঠে নামছে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। অ্যাডিলেড ওভালের এ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন।
দুই দলই গ্রুপ পর্ব থেকে উঠে এসে সুপার টুয়েলভে খেলেছে। তবে অঘটন ঘটাতে সক্ষম হয়েছে এক মাত্র জিম্বাবুয়েই। বড় দল হিসেবে পাকিস্তানকে হারিয়ে জানান দিয়েছে জিম্বাবুয়েকে ছোট করে দেখার সুযোগ নেই। জয়ের সম্ভাবনা জাগিয়েছিলো বাংলাদেশের বিপক্ষেও।
আজকের এ ম্যাচে জিম্বাবুয়ে জয় পেলে শেষ ম্যাচ অবধি টিকে থাকবে সেমিফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়া। আর নেদারল্যান্ডস জয় পেলে দুই দলই বাদ পরে যাবে বিশ্বকাপ আসর থেকে।
জিম্বাবুয়ে একাদশ
ওয়েসলি মাধভিরে, ক্রেইগ আরভিন (অধিনায়ক), মিল্টন সুম্বা, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), রায়ান বার্ল, টেনডাই চাতারা, লুক জঙ্গউই, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।
নেদারল্যান্ডস একাদশ
স্টিফেন মাইবুর্গ, ম্যাক্স ও’দাউদ, বাস ডি লিডি, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), রোয়েলফ ফন ডার মারউই, লোগান ফন বিক, ফ্রেড ক্লাসেন, পল ফন মিকেরেন, ব্রেন্ডন গ্লোভার।
এসএম