ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

পাকিস্তানকে ১৫৫ রানের টার্গেট দিল আফগানরা

প্রকাশিত: ১১:৫৫, ১৯ অক্টোবর ২০২২

পাকিস্তানকে ১৫৫ রানের টার্গেট দিল আফগানরা

হাত খুলে খেলছেন মোহাম্মদ নবী

টি-টোয়েন্টির প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ১৫৫ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। শুরুতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে আফগানরা।

আজ টসে জিতে প্রথমে আফগানিস্তানকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায় পাকিস্তান। ব্যাটিংয়ে নামলে শুরুতেই হোচট খায় আফগান ব্যাটাররা। প্রথম ওভারেই শাহিন শাহ আফ্রিদির বলে এলবিডব্লিউ হয়ে শুন্য হাতে ফিরে যান গুরবাজ। পরে তৃতীয় ওভারে দলীয় ১১ রানের মাথায় হাজরাতুল্লাহ বোল্ড হয়ে ফিলে যান শাহিন শাহ আফ্রিদির বলে। এভাবেই ৪৮ রানে হারিয়ে যায় ৪টি উইকেট। 

এর পর ইব্রাহিম জারদান এসে দলের হাল ধরার চেষ্টা করেন। ৩৫ রান করে বিদায় হন এই ব্যাটার। পরে হাল ধরেন অধিনায়ক মোহাম্মদ নবী। তিনি খেলেন এক ঝড়ো ইনিংস। ৩৭ বলে করেন অপরাজিত ৫১ রান। এরপর উসমান গনি ছাড়া আর কোনো ব্যাটার সুবিধা করতে পারেননি।

পাকিস্তানের পক্ষে শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ তুলে নেন ২টি করে উইকেট এবং মোহাম্মদ নেওয়াজ ও শাদাব খান শিকার করেন একটি করে উইকেট।

এমএইচ

×