ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

থাইল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

প্রকাশিত: ১১:৩৪, ১ অক্টোবর ২০২২; আপডেট: ১২:০১, ১ অক্টোবর ২০২২

থাইল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

দুর্দান্ত ব্যাটিং শামীমা সুলাতানার।

নারী এশিয়া কাপের শুরুটা দুর্দান্তভাবে শুরু করেছে বাংলাদেশ। সিলেটে আসরের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় থাইল্যান্ড অধিনায়ক। লাল সবুজের প্রতিনিধিদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ১৯.৪ ওভারে ৮২ রানে গুটিয়ে যায় থাইল্যান্ড। থাই ব্যাটারদের মধ্যে পান্নীতা মায়া ২২ বলে সর্বোচ্চ ২৬ রান করেন।

বাংলাদেশ দলের বোলারদের মধ্যে রোমানা আহমেদ ৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। নাদিয়া আক্তার, সানজিদা আক্তার মেঘলা ও সোহেলী আক্তার প্রত্যেকের দুটো করে উইকেট লাভ করেন। অপর উইকেটটি তুলে নেন সালমা খাতুন।

থাইল্যান্ডের ৮৩ রানের জবাবে খেলতে নেমে ওপেনার শামীমা সুলতানার উইকেট হারিয়ে ৯ উকেটে ম্যাচ জিতে নেয় লাল সবুজের প্রতিনিধিরা। ওপেনার শামীমা সুলতানা ৩০ বলে ৪৯ রান করে আউট হন। এক রানের জন্য হাফ সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। ১১.৪ ওপারে ১ উইকেট হারিয়ে ৮৮ সংগ্রহ করে নিগার সুলতানা জ্যোতিরা। ফারজানা হক পিংকি ২৯ বলে ২৬ রান এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১১ বলে ১০ রান করে অপরাজিত থাকে। বাংলাদেশ মেয়েরা ৫০ বল হাতে রেখে ৯ উইকেটে ম্যাচ জিতে মাঠ ছাড়ে।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়েছিল দিগার সুলতানা জ্যোতি বাহিনী। টি-টোয়েন্টি র‍্যাংকিং এ বাংলাদেশের মেয়েরা রয়েছে নবম স্থানে। 

অন্যদিকে থাইল্যান্ড রয়েছে এগারো তম স্থানে। রাঙ্কিংয়ে ব্যবধান বেশি না হলেও।  লাল সবুজের প্রতিনিধিরা থাইল্যান্ডের বিপক্ষে গত পাঁচ ম্যাচে জিতেছে। 

শনিবার (১ অক্টোবর) এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ভারতের মোকাবেলা করবে শ্রীলঙ্কা। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর দেড়টায়।

এসআর

সম্পর্কিত বিষয়:

×