ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চুরির টাকা ফেরত না পেলে কৃষ্ণাদের ক্ষতিপূরণ দেবে বাফুফে

প্রকাশিত: ১৫:০৭, ২২ সেপ্টেম্বর ২০২২; আপডেট: ১৫:০৭, ২২ সেপ্টেম্বর ২০২২

চুরির টাকা ফেরত না পেলে কৃষ্ণাদের ক্ষতিপূরণ দেবে বাফুফে

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)

দেশে ফিরেই এক বাজে ঘটনার শিকার হয়েছেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা। বিমানবন্দরেই তাদের লাগেজের তালা ভেঙে কয়েকজনের ডলার ও টাকা চুরি করে নিয়ে যাওয়া হয়েছে।

এই ব্যাপারে ইতোমধ্যে থাকায় জিডি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। টাকা চুরির ঘটনায় দুইটি জিডি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশ (বাফুফে)। একটি করা হয়েছে বিমানবন্দর থানায়; আরেকটি মতিঝিল থানায়। টাকা না পেলে ক্ষতিপূরণ দেওয়া বলে জানিয়েছে বাফুফে। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।  

বাংলাদেশ জাতীয় নারী দলের, ‘কৃষ্ণা ও শামসুন্নাহারের ডলার হারানো গিয়েছে। কৃষ্ণার ৯০০ ডলার ও বাংলাদেশি ৫০ হাজার টাকা এবং শামসুন্নাহারের ৪০০ ডলার হারিয়েছে। তাদের ধারণা বাংলাদেশ বিমানবন্দর লাগেজ বেল্ট থেকে এটি হয়েছে।’

টিএস

×