ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

তাইজুলের স্পিন দাপটে বাংলাদেশ ৪৪ রানে এগিয়ে

প্রকাশিত: ১৫:২৬, ২৮ নভেম্বর ২০২১

তাইজুলের স্পিন দাপটে বাংলাদেশ ৪৪ রানে এগিয়ে

অনলাইন ডেস্ক ॥ চট্রগাম টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে তাইজুলের স্পিন জাদুতে পাকিস্তান ২৮৬ রানে গটিয়ে গেছে। ফলে প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৪রানে এগিয়ে থাকলো।তাইজুল পেয়েছেন ৭ উইকেট। আজ পাকিস্তান তৃতীয় দিনের খেলা শরু করে গতাকলে দুই অপরাজিত ব্যাটসম্যান আবিদ ও শফিক । ১৪৫ রান নিয়ে খেলা শুরু করলেও আবিদ সেঞ্চুর পায় কিন্তু লাঞ্চের এগেই পাকিস্তান হারায় ৪ উইকেট। এই সময় পাকিস্তানের রান ছিলো ২০৩। লাঞ্চ বিরতির আগে ৩টি উইকেট পেয়েছিলেন তাইজুল। লাঞ্চ বিরতির পর আবার আঘাত হানের তাইজুল। তার স্পিন জাদুতে পাকিস্তান গুটিয়ে যায় ২৮৬ রানে। তাইজুল ৪৪.৪ ওভার বলিং করে ১১৬ রানে নিয়েছেন ৭ উইকেট। এবাদত পেয়েছেন ২, মিরাজ ১ উইকেট। ৪৪ রানে এগিয়ে থেকে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংস শুরু করবে। খেলার এখনও দুই দিন বাঁকি। বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইয়াসির আলি চৌধুরি, আবু জায়েদ চৌধুরি, ইবাদত হোসেন। পাকিস্তান দল: আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, নোমান আলী, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি, সাজিদ খান।
×