অনলাইন ডেস্ক ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ‘ডি’ গ্রুপের ম্যাচে রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে হারিয়েছে শেরিফ তিরাসপুলকে । ফলে উফেয়া চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রাখল স্প্যানিশ জায়ান্টরা।
ম্যাচে রিয়ালকে এগিয়ে দেন ডেভিড আলাবা। এরপর ব্যবধান দ্বিগুণ করেন টনি ক্রুস। গোলের এই উৎসবে যোগ দেন করিম বেনজেমাও। সেক্স কাণ্ডে শাস্তির মুখে পড়া এই ফরাসি তারকা মাঠে অবশ্য বেশ দাপটই দেখালেন। খেলার দশম মিনিটে গোল পেয়ে যাচ্ছিলেন বেনজেমা। বলও পাঠিয়েছিলেন প্রতিপক্ষের জালে। কিন্তু রদ্রিগো অফসাইডে থাকায় গোলটি হয়নি।
এরপর শেরিফের বিপক্ষে ৩০তম মিনিটে আলাবার গোলে লিড নেয় রিয়াল। তারপর প্রথমার্ধ শেসের আগেই ক্রুসের গোল (২-০)। এই গোলটি বুঝতে অবশ্য গোল লাইন প্রযুক্তির সহায়তা নিতে হয় রেফারির। খেলার ৫৫তম মিনিটে গোল পান বেনজেমা। সেক্স-টেপ কাণ্ডে শাস্তি পাওয়া শাস্তির ধাক্কা কিছুটা হলেও সামলে উঠলেন এই ফরাসি প্লেমেকার।
শেরিফের বিপক্ষে এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল।
বুধবার গ্রুপের আরেক ম্যাচে শাখতার দোনেৎস্ককে ২-০ গোলে হারাল ইন্টার মিলান। এই জয়ে শেষ ষোলয় পা রেখেছে ইতালিয়ান জায়ান্টরা।