ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

সালাউদ্দিন হটাও আন্দোলন এখন রাজপথে

প্রকাশিত: ২৩:৪৮, ১৫ সেপ্টেম্বর ২০২০

সালাউদ্দিন হটাও আন্দোলন এখন রাজপথে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বহুল আলোচিত নির্বাচন আগামী ৩ অক্টোবর। সভাপতি পদ নিয়েই আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি। বর্তমান সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন আবারও নির্বাচনে অংশ নেয়ায় তার বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা ও আন্দোলন গড়ে তোলার চেষ্টা চলছে। ভার্চুয়াল সেই আন্দোলন এখন চলে এসেছে রাজপথেও। ‘সালাউদ্দিন হঠাও, ফুটবল বাঁচাও’, ‘দুর্নীতি হঠাও, ফুটবল বাঁচাও’, ‘আমরা কারোর বিপক্ষে নই, আমরা ফুটবলের পক্ষে’, ‘ফুটবলের সোনালি অতীত ফিরিয়ে আনতে হবে’, ‘সেভ ফুটবল’, ‘বয়কট সালাউদ্দিন’, ‘উই লাভ প্লেয়ার সালাউদ্দিন, বাট নট লাভ প্রেসিডেন্ট সালাউদ্দিন’, ‘সালাউদ্দিন নিপাত যাক, ফুটবল মুক্তি পাক’, ‘বিগত ১২ বছরের দুর্নীতির বিচার চাই’, ‘আমরাও একদিন ফুটবল বিশ্বের শক্তিশালী খেলুড়ে দেশ হতে চাই’, ‘সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাপ্নিক বন্ধন ও আন্দোলনের যাত্রা’ ... এরকম আরও স্লোগান সংবলিত ব্যানার ও পোস্টার নিয়ে সোমবার সকালে মেঘলা আবহাওয়ার মধ্যে ঢাকার তোপখানা রোডে অবস্থিত জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সভায় হাজির হয়েছিল প্রায় শ’খানেক ফুটবলপ্রেমী (এরা ৪/৫টি ফেসবুকভিত্তিক ফুটবল গ্রুপের সদস্য)। তারা এসেছিল ‘প্রজন্ম (ফুটবল, যাদের চেতনায় ও অস্তিত্বে) নামের একটি সংগঠনের ব্যানারে। এই সভায় যারা যোগ দেন তারা স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছেন। তাদের আমন্ত্রণ পেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভায় যোগ দেবেন সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ। এছাড়া ফুটবলপ্রেমীদের সঙ্গে একাত্মতা প্রকাশ ও তাদের সমর্থন দিতে হাজির ছিলেন দেশের প্রখ্যাত আইনজীবী-ব্যারিস্টার সায়েদুল হক সুমন। তার পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমিও ইতোমধ্যে বেশ নাম কুড়িয়েছে। যেখানে বিনা পয়সায় প্রশিক্ষণ দেয়া হচ্ছে শতাধিক ফুটবলারকে। সোমবারের এই মানববন্ধন ও প্রতিবাদ সভার মাধ্যমে বাফুফে বর্তমান সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনের নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ, গত একযুগে তার আমলে দেশের ফুটবল তলানিতে যাওয়ার নানা চিত্র,আর্থিক অনিয়মও ব্যর্থতার বিস্তারিত বিবরণ প্রকাশ, বাফুফের আসন্ন নির্বাচনে তাকে ভোট না দেয়ার জন্য ১৩৯ কাউন্সিলরদের প্রতি আহ্বান জানানো হয়। তাদের পরবর্তী কর্মসূচীর তারিখ আগামী ১৮ সেপ্টেম্বর।
×