স্পোটস রিপোর্টার ॥ মাঠের খেলা বন্ধ, করোনার অপ্রত্যাশিত বিরতিতে স্থবির ফুটবল। তবে, তাই বলে থেমে নেই ফুটবলারদের ব্যক্তিগত অনুশীলন। এরইমাঝে ৭ মাস ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা ওয়ালী ফয়সাল অপেক্ষায় মাঠে ফেরার। ব্যক্তিগত অনুশীলনের পাশাপাশি মামুনুল ইসলাম সময় কাটাচ্ছেন পরিবারের সাথে। করোনা মোকাবেলায় দেশবাসীকে সতর্কবার্তাও দিয়েছেন এই দুইজন।
মোহাইমিনুল ইসলাম আজলান। বাংলাদেশের ফুটবলের পোস্টারবয় মামুনুল ইসলামের একমাত্র পুত্র। ১৬ মাস বয়সে এসে বাবাকে দীর্ঘ সময়ের জন্য পাশে পাচ্ছে এবারই প্রথম। করোনায় খেলা, ক্যাম্প বন্ধ পরিবার নিয়ে চট্টগ্রামে কেমন কাটছে মামুনুলের সময়।
ফিটনেসে করেছেন দারুণ উন্নতি। ফুরিয়ে যে যাননি, তার প্রমাণ এখনো হরহামেশাই মাঠে ঝলক দেখান জাতীয় দলের মিডফিল্ডার। তবে, করোনার কারণে বাসায় বন্দী থেকে কিভাবে ফিটনেস ধরে রাখার চ্যালেঞ্জটা সামলাচ্ছেন এই নাম্বার সিক্স।
এসিএল ইনজুরির কারণে মাঠের বাইরে লেফটব্যাক ওয়ালী ফয়সাল। চলতি মৌসুমে এখনো মাঠে নামা হয়নি এই ডিফেন্ডারের। করোনার কারণে অপ্রত্যাশিত বিরতিটা অবশ্য কাজে লাগাচ্ছেন। মিশন নিজেকে প্রস্তুত করা।
করোনার ঝুকিপূর্ণ জেলা নারায়ণগঞ্জ। বন্দর নগরীতে নিজ বাসায় দুই বেলা করে চলছে ওয়ালী ফয়সালের অনুশীলন। প্রতিবেশীদের লকডাউন মেনে চলার অনুরোধ এই ফুটবলারের।
সবার সতর্কতাই পারে আবারো করোনা মুক্ত পৃথিবী গড়তে। সেই স্বাভাবিক জীবনের প্রত্যাশাতেই ফুটবলাররা।