অনলাইন রিপোর্টার ॥ জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটাই হতে যাচ্ছে মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্বের ক্যারিয়ারের শেষ সিরিজ। গেল ক’দিন আগে বোর্ড সভা শেষে এমন কিছুর ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন।
২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে ব্যক্তিগত ও দলগত বাজে পারফরম্যান্সের পর মাশরাফিকে নিয়ে কথা ওঠে জোরালো ভাবে। বিশ্বকাপে আট ম্যাচে মাত্র ১ উইকেট নেয়ায় পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচেই অবসরের ব্যাপারটা বেশ জোরালো হয়।
কিন্তু সিদ্ধান্ত জানাননি মাশরাফি। বিশ্বকাপের পর শ্রীলঙ্কায় তিন ম্যাচের সিরিজে খেলতে যাবার কথা থাকলেও শেষ মুহূর্তে ছিটকে পড়েন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে।
এরপর দীর্ঘ সময় ধরে খেলা হয়নি আন্তর্জাতিক ম্যাচ। বেশ কয়েকবার বোর্ডের সঙ্গে বসলেও মাশরাফি নিশ্চিত করে কিছুই জানাননি অবসর নিয়ে। শেষ পর্যন্ত বিসিবি ওয়ানডে অধিনায়কের কোনও মতামত না নিয়েই জানিয়ে দেয়, জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে বিসিবি নতুন করে ঠিক করবে কে হচ্ছেন অধিনায়ক।
আজ জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ শেষ হয়েছে। এবার ওয়ানডের পালা। তার আগে বিসিবি প্রধান জানান, মাশরাফির ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি এখনও।
‘না না, এরকম বলিনি। আমি বলেছি, আমরা পরবর্তী বোর্ড মিটিং যেটা আগামী মাসেই হবে। যেদিন মিটিং হবে সেদিন সিদ্ধান্ত হবে। ও খেলবে কি খেলবে না, অধিনায়ক থাকবে কি থাকবে না সেটা বোর্ড মিটিংয়ের আগে বলতে পারছি না। এখন পর্যন্ত এই সিরিজে মাশরাফিই আছে।’
আগামী এপ্রিল মাসের শুরুতে রয়েছে পাকিস্তানের সঙ্গে একটি ওয়ানডে ম্যাচও।
এই ম্যাচে মাশরাফি খেলবেন কী না এ নিয়ে জানতে চাওয়া হলে পাপন বলেন, ‘পাকিস্তান সফরে মাশরাফি অধিনায়ক থাকবে কী থাকবে না সেটাও বোর্ড মিটিংয়ে জানা যাবে।’