ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

বঙ্গবন্ধু প্রিমিয়ার বিভাগ ভলিবল লীগের সেমিফাইনাল কাল

প্রকাশিত: ০৭:৪৯, ২৭ জানুয়ারি ২০২০

বঙ্গবন্ধু প্রিমিয়ার বিভাগ ভলিবল লীগের সেমিফাইনাল কাল

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং পপুলার লাইফ ইনস্যুরেন্স কোঃ লিঃ-এর পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু পপুলার লাইফ প্রিমিয়ার বিভাগ ভলিবল লীগের খেলা গত ১৫ জানুয়ারি থেকে পল্টনের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে শুরু হয়েছে। সোমবার গ্রুপ পর্বের শেষ দিনে ক ও খ গ্রুপের মোট ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়। গ্রুপ-খতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২৫-১৫, ২৫-১৪, ২৮-২৬ পয়েন্টে ওয়ারী ক্লাবকে এবং গ্রুপ-কতে তিতাস ক্লাব ২৫-৮, ৩০-২৮, ২৫-২১ পয়েন্টে বাংলাদেশ পুলিশ এসসিকে হারায়। কাল মঙ্গলবার দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় প্রথম সেমিতে বাংলাদেশ আনসার ও ভিডিপি মুখোমুখি হবে তিতাস ক্লাবের। বিকেল ৪টায় বাংলাদেশ পুলিশ এসসি মোকাবেলা করবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের। দেশের বিভিন্ন প্রান্তের খেলোয়াড়দের পাশাপাশি নেপাল থেকে আগত তিন খেলোয়াড়ও খেলছেন এবারের লীগে। তারা প্রত্যেকেই লীগে তিতাস ক্লাবের হয়ে খেলছেন।
×