স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকায় অনুষ্ঠেয় সার্ক দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগের তৃতীয় রাউন্ডের শেষে ৫ দাবাড়ু ৩ পয়েন্ট নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। এরা হলেনঃ বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ভারতের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ নুবাইরশাহ শেখ ও ভারতের আন্তর্জাতিক মাস্টার প্রান্তিক রায়।
মহিলা বিভাগের তৃতীয় রাউন্ডের খেলা শেষে আন্তর্জাতিক বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও শ্রীলংকার দারামপ্রিয়া দেবনেথমি ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। বুধবার পুরানা পল্টনস্থ একটি হোটলে ওপেন বিভাগে তৃতীয় রাউন্ডের খেলায় গ্র্যান্ডমাস্টার রাজীব ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমানকে, আন্তর্জাতিক মাস্টার নুবাইরশাহ ক্যান্ডিডেট মাস্টার শরিফ হোসেনকে, আন্তর্জাতিক মাস্টার প্রান্তিক রায় ক্যান্ডিডেট মাস্টার শরীফ হোসেনকে, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ আব্দুল মোমিনকে, গ্র্যান্ডমাস্টার জিয়া দেলোয়ার হোসেনকে, আন্তর্জাতিক মাস্টার লোদী তাহসিন তাজওয়ার জিয়াকে, ফিদেমাস্টার নাসির মতিউর রহমান মামুনকে, ক্যান্ডিডেট মাস্টার নীড় ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদকে ও অনত মালদ্বীপের ক্যান্ডিডেট মাস্টার মোহাম্মদ হাসানকে হারান। ফিদেমাস্টার আমিন উতেনের সাথে, ফিদেমাস্টার পরাগ সাগরের সাথে ও সৌরথ ফিদেমাস্টার আব্দুল মালেকের সাথে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টার শাকিল শরীয়তউল্লাহর বিরুদ্ধে ওয়াক-ওভার পান।
মহিলা বিভাগে রানী হামিদ ফিদেমাস্টার জাকিয়াকে, দাহামপ্রিয়া মহিলা ক্যান্ডিডেট মাস্টার সিম্মীকে, আন্তর্জাতিক মহিলা মাস্টার শিরিন ফিদেমাস্টার নাজরানা খান ইভাকে, আলো ওয়াদিফা আহমেদকে, ওয়ালিজা ওয়ারসিয়া খুশবুকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাত আরিশা হোসেন তুবাকে, ইভানা তাসমিন সুলতানাকে, শ্রেষ্ঠা ঠাকুর জানিয়া হককে ও ইয়ন নাফিসা সুশরাত জাহানকে হারান।