ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের ঢাকা বিভাগীয় প্রতিযোগিতার খেলা শুরু

প্রকাশিত: ০৯:৪৪, ২৯ অক্টোবর ২০১৯

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের ঢাকা বিভাগীয় প্রতিযোগিতার খেলা শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) এর ঢাকা বিভাগীয় প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এম.পি.। মঙ্গলবার দুপুরে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শরীয়তপুর জেলাকে ১-০ গোলে হারিয়েছে মাদারীপুর জেলা। ম্যাচের একমাত্র গোলটি করেন মাসুম বিল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার (সার্বিক) সেলিম রেজা, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোমিনুর রহমান (অতিরিক্ত সচিব), জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক সরদার মোহাম্মদ শাহ আলম, ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম বি সাইফ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী। ঢাকা বিভাগের ১৩টি জেলা এবং ঢাকা সিটি সহ ১৪টি বালক এবং ১৪টি বালিকা দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম এবং মোহাম্মদপুর সরকারি শারীকির শিক্ষা কলেজ মাঠে চলবে এই প্রতিযোগিতা। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের সামপনী অনুষ্ঠান হবে ৩ নভেম্বর।
×