স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন এয়ারকন্ডিশনার ৩৫তম জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স প্রতিযোগিতার পর্দা নামলো শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার সমাপনী ঘোষণা করেন ফেডারেশনের সভাপতি এএসএম আলী কবীর।
২০ স্বর্ণ, ৮ রৌপ্য এবং ৫ তাম্রপদক নিয়ে বিকেএসপি পদক তালিকার শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয়েছে। ৩ স্বর্ণ, ৪ রৌপ্য এবং ৫ তাম্রপদক নিয়ে রানার্সআপ হয়েছে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা। ১ স্বর্ণ, ১ রৌপ্য ও ৩ তাম্রপদক নিয়ে তৃতীয় হয়েছে খুলনা জেলা ক্রীড়া সংস্থা।
দুদিন ব্যাপী এই প্রতিযোগিতায় মোট ৬টি নতুন জাতীয় রেকর্ড হয়। প্রথম দিন হয় ২টি। কিশোর অ-১৯ বিভাগে হাইজাম্পে বিকেএসপি’র জুলফিকার নাঈম জিহান (১.৯৬ মিটার, পূর্বে এই ইভেন্টে একই সংস্থার মাসুদ রানার ২০১৭ সালে ১.৯৫ মিটার রেকর্ড ছিল) এবং হাইজাম্পে (কিশোরী) বিকেএসপি’র জান্নাতুল (১.৬৫ মিটার, এই ইভেন্টে ২০১৮ সালে তারই ১.৬১ মিটার রেকর্ড ছিল)। সমাপনী দিনের রেকর্ডগুলো হলো : কিশোরীদের লং জাম্পে বিকেএসপির জান্নাতুল (৫.৪২ মিটার, আগের রেকর্ড : ২০১১ সালে বিকেএসপির পাপিয়া রানী সরকার, ৫.২৮ মিটার), কিশোরদের ডিসকাস থ্রোতে রাজশাহী শিক্ষা বোর্ডের এনামুল হক (৩৫.৬০ মিটার, আগের রেকর্ড : ২০১৮ সালে বিকেএসপির লিমন হোসেন, ৩৩.৫৫ মিটার), বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টে বিকেএসপির সুমাইয়া দেওয়ান (১২.২২ সেকেন্ড, আগের রেকর্ড : ২০১২ সালে বিকেএসপির আইরিন আক্তার, ১২.৪৪ সেকেন্ড) এবং কিশোরীদের ডিসকাস থ্রোতে বিকেএসপির শারমিন আক্তার (২৮.৯৫ মিটার, আগের রেকর্ড : ২০০৭ সালে বিকেএসপির আয়শা আক্তার, ২৮.৩৪ মিটার)।