ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্সে প্রথম দিনে ২টি জাতীয় রেকর্ড, পদক তালিকার শীর্ষে বিকেএসপি

প্রকাশিত: ০৯:২৭, ২৫ অক্টোবর ২০১৯

জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্সে প্রথম দিনে ২টি জাতীয় রেকর্ড, পদক তালিকার শীর্ষে বিকেএসপি

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন এয়ারকন্ডিশনার ৩৫তম জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স প্রতিযোগিতার পর্দা উঠলো শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। প্রথম দিনে ১১টি ইভেন্ট সম্পন্ন হয় এবং ২টি নতুন জাতীয় রেকর্ড হয়। এগুলো হচ্ছে : হাইজাম্পে বিকেএসপি’র জুলফিকার নাঈম জিহান (১.৯৬ মিটার, পূর্বে এই ইভেন্টে একই সংস্থার মাসুদ রানার ২০১৭ সালে ১.৯৫ মিটার রেকর্ড ছিল) এবং হাইজাম্পে (কিশোরী) বিকেএসপি’র জান্নাতুল (১.৬৫ মিটার, এই ইভেন্টে ২০১৮ সালে তারই ১.৬১ মিটার রেকর্ড ছিল)। প্রথমদিনে ৬ স্বর্ণ, ১ রৌপ্য এবং ১ তাম্রপদক নিয়ে বিকেএসপি পদক তালিকার শীর্ষে অবস্থান করছে। ২ স্বর্ণ, ১ রৌপ্য এবং ১ তাম্রপদক নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা। ১ স্বর্ণ, ১ রৌপ্য ও ১ তাম্রপদক নিয়ে তৃতীয় অবস্থানে আছে খুলনা জেলা ক্রীড়া সংস্থা। দেশের অন্যতম বৃহৎ ও বর্ণাঢ্য এই বয়সভিত্তিক ক্রীড়ানুষ্ঠানে ২৯ সংস্থার ৩৬৩ বালক-বালিকা ও কিশোর- কিশোরী এবং ১০০ কর্মকর্তা অংশগ্রহণ করেছেন। এই প্রতিযোগিতায় ৪টি গ্রুপে ৪১ ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে বালক-বালিকা (অনুর্ধ-১৭) ১৪ ইভেন্টে এবং কিশোর-কিশোরী (অনুর্ধ-১৯) ২৭ ইভেন্টে। শুক্রবার প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন হারুনুর রশীদ (যুব ও ক্রীড়া সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ), এ্যাডভোকেট এ এম আমীন উদ্দিন (সভাপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এ্যাসোসিয়েশন) এবং এফএম ইকবাল বিন আনোয়ার (এক্সিকিউটিভ ডিরেক্টর, হেড অব দ্যা ডিপার্টমেন্ট গেমস এ্যান্ড স্পোর্টস, ওয়ালটন গ্রুপ)।
×