স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৭ সালে চতুর্থ সন্তানের বাবা হন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ১৬ মাস পার হতে না হতে গুঞ্জন, আবারও বাবা হতে চলেছেন জুভেন্টাসের এই পর্তুগীজ সুপারস্টার। গুঞ্জনের সূত্রপাত ইউরো-২০২০ বাছাইপর্বে পর্তুগাল ও সার্বিয়ার ম্যাচটিকে কেন্দ্র করে। ১-১ গোলে ড্র হওয়া সেই ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত হয়েছিলেন সিআর সেভেনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। জর্জিনার পোশাক দেখেই তার মা হওয়ার খবরটি ডালপালা ছড়ায়।
পর্তুগীজ দৈনিক ‘কোরিও দ্য মানহা’ প্রথম প্রকাশ করে রোনাল্ডোর বাবা হওয়ার খবর। প্রতিবেদনে তারা জানিয়েছে, এদিন বেশ ঢিলেঢালা পোশাকে ম্যাচ দেখতে মাঠে এসেছিলেন জর্জিনা। কিন্তু তাতেও মা হওয়ার চিহ্ন আটকাতে পারেননি তিনি। সার্বিয়ার বিপক্ষে পর্তুগালের ম্যাচটি শেষ হওয়ার আগেই কোরিও দ্য মানহার ওই প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কোরিও দ্য মানহা ছাড়াও দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, রোনাল্ডোর জন্য ইনজুরির খবরটা কষ্টের হলেও শীঘ্রই সুখবর পেতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের এই সাবেক তারকা। সেই সুখবর বলতে, তার আবারও বাবা হওয়ার কথাই জানাচ্ছেন তারা। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোন আনুষ্ঠানিক মন্তব্য করেননি রোনাল্ডো। এমনকি তার বান্ধবীও এ বিষয়ে মুখ খোলেননি। তবে খবরটি সত্যি হলে এটা হবে জর্জিনার গর্ভে রোনাল্ডোর দ্বিতীয় সন্তান। সবমিলিয়ে রোনাল্ডোর পঞ্চম।