ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

বাংলাদেশ দাবা দল ষষ্ঠ

প্রকাশিত: ০৫:৩৭, ২৭ সেপ্টেম্বর ২০১৭

বাংলাদেশ দাবা দল ষষ্ঠ

স্পোর্টস রিপোর্টার ॥ তুর্কমিনিস্তানের আসখাবাদে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর এ্যান্ড মার্শাল আর্টস গেমসের দলগত পুরুষ র‌্যাপিড দাবায় বাংলাদেশ দাবা দল ১৮ দলের মধ্যে ষষ্ঠ স্থান লাভ করেছে। বাংলাদেশ ও উজবেকিস্তান উভয়েই ৫ খেলায় ৬ পয়েন্ট করে অর্জন করে এবং টাইব্রেকিংয়ে উজবেকিস্থান পঞ্চম ও বাংলাদেশ ষষ্ঠ হয়। চীন, ভিয়েতনাম ও স্বাগতিক তুর্কমিনিস্তান ৭ পয়েন্ট নিয়ে এবং কাতার সাড়ে ছয় পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উন্নীত হয়। তুর্কমেনিস্তান ও কাতার সেমিফাইনালে হেরে গিয়ে তা¤্রপদক লাভ করে। চীন ও ভিয়েতনাম স্বর্ণ ও রৌপ্যপদকের জন্য ফাইনাল খেলবে। পঞ্চম ও শেষ রাউন্ডের খেলায় বাংলাদেশ পুরুষ দল ১-১ পয়েন্টে উজবেকিস্তানের সঙ্গে ড্র করে। বাংলাদেশের পুরুষ দলের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার ভাহিদভ জাহাঙ্গীরের সঙ্গে ও গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব ফিদেমাস্টার বেকমুরাতভ আলীশেরের সঙ্গে ড্র করেন। মহিলা গ্রুপে বাংলাদেশের মহিলা দল ৪ পয়েন্ট নিয়ে ১২তম হয়।
×