ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি

প্রকাশিত: ১৯:১২, ২৩ মে ২০১৬

পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি

অনলাইন ডেস্ক ॥ কোপা দেলরের ফাইনালে সেভিয়াকে হারিয়ে শিরোপা জয়ের স্বাদ পেল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। অতিরিক্ত সময়ে মেসির দুর্দান্ত অ্যাসিস্টেই আলবা-নেইমার গোল করলেই শিরোপা-উচ্ছ্বাসে ভাসে কাতালান শিবির। কোপা দেলরেতে চ্যাম্পিয়ন হওয়ায় নতুন এক রেকর্ড গড়লেন বার্সেলোনার আর্জেন্টাইন যাদুকর লিওনেল মেসি। শিরোপা জয়ের দিক দিয়ে ছাড়িয়ে গেলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে। সুদীর্ঘ ক্যারিয়ারে ২৯টি শিরোপা জয়ের রেকর্ড গড়েছিলেন পেলে। রোববার কোপা দেলরের চ্যাম্পিয়ন হওয়ায় বর্তমানে লিওনেল মেসির শিরোপার সংখ্যা ৩০। কোপারেতে লিওনেল মেসির এটা চতুর্থ শিরোপা। এছাড়াও মেসি লা লিগার ৮টি, স্প্যানিশ সুপার কাপের ৬টি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ৪টি, ইউরোপিয়ান সুপার কাপে ৩টি এবং ক্লাব বিশ্বকাপেও তিনবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার জার্সিতে মোট ২টি আর জাতীয় দলের হয়ে অনুর্ধ-২০ বিশ্বকাপ এবং অলিম্পিকে স্বর্ণপদক জয়ের স্বাদ পান এলএম টেন। কিন্তু দুর্ভাগ্য লিওনেল মেসির! পেলে তিনবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়লেও এখন পর্যন্ত একবারও স্বপ্নের সেই শিরোপার দেখা মিলেনি মেসির।
×