ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বাংলাদেশ অনুর্ধ ২৩ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল

প্রকাশিত: ০৪:১৮, ২১ ডিসেম্বর ২০১৫

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল

স্পোর্টস রিপোর্টার ॥ ৮ দল নিয়ে জানুয়ারিতে বসছে বঙ্গবন্ধু গোল্ডকাপ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, আট দল নিয়ে হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ ২০১৬ সালের আসর। ৫ বিদেশী দলসহ ৬ দল নিয়ে হয়েছিল বঙ্গবন্ধু গোল্ডকাপের গত আসর। এবার আট দলের মধ্যে ৬ বিদেশী ও দুটি দেশী। আর দুটি দেশী হলো জাতীয় দল এবং অনুর্ধ ২৩ ফুটবল দল। আসন্ন এই টুর্নামেন্টের জন্য রবিবার ৪১ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে অনুর্ধ ২৩ ফুটবল দল। আর বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং এসএ গেমসে অংশগ্রহণকারী অ-২৩ জাতীয় ফুটবল দল উভয়দলের প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য গঞ্জালো সানচেজ মোরেনো এবং সহকারী প্রশিক্ষক হিসেবে সৈয়দ গোলাম জিলনীকে মনোনীত করা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত অ-২৩ বছরের ৪১ খেলোয়াড়দের ক্রীড়া সরঞ্জামসহ যথসময়ে বরীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম আর্টিফিশিয়াল টার্ফে উপস্থিত হয়ে প্রশিক্ষকের কাছে রিপোর্ট করার জন্য অনুরোধ জানানো হয়। প্রাথমিকভাবে নির্বাচিত ৪১ খেলোয়াড়রা হলেনÑ গোলরক্ষক : রাসেল মাহমুদ, আনিসুর রহমান জিকো, মোহাম্মদ নাঈম, হোসেইন সুজন, রাজীব, রকিবুল ইসলাম রনি; ডিফেন্ডার : নাহিদুল ইসলাম, সাকিল আহম্মেদ, টুটুল, নুরুল ফয়সাল, মুনসুর, মঞ্জুরুর রহমান, রাকিন, সাব্বির আহম্মেদ, রকি, সোহেল রানা, কৃষ্ণা পান্ডে, এসানুল হক, রানা বিশ্বাস, খালেকুজ্জামান সবুজ; মিডফিল্ডার : আতিকুর রহমান ফাহাদ, মাসুক মিয়া জনি, ওমর ফারুক বাবু, ইউসুফ সিফাত, ফজলে রাব্বী, ওমর ফারুক, কৃষ্ণ মালি, হানিফ, নাজমুল ইসলাম রাসেল, বিপুল আহম্মেদ, কাওসার আলী এবং ফরোয়ার্ড : নুরুল বাসার, রুবেল মিয়া, তকলিস আহম্মেদ, ইব্রাহিম, আব্দুল মালেক, সোহেল মিয়া, মান্নাফ রাব্বি, আমিনুর রহমান, কায়েস, জুলফিকার ও রেজ্জাতুল ইসলাম।
×