ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

ফুটবলার শিমুলের অকাল মৃত্যু

প্রকাশিত: ০৫:৫৩, ১১ ডিসেম্বর ২০১৪

ফুটবলার শিমুলের অকাল মৃত্যু

স্পোর্টস রিপোর্টার ॥ না ফেরার দেশে চলে গেলেন শাহীনুর কবির শিমুল। এ প্রজন্মের ফুটবলপ্রেমীদের কাছে তাঁর নাম অচেনাই ঠেকতে পারে। তবে যাঁরা আশির দশকের বাংলাদেশ ফুটবলের স্বর্ণযুগ প্রত্যক্ষ করেছেন, তাঁরা নিশ্চয়ই চিনবেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে স্ট্রাইকার হিসেবে খেলেছেন আশির দশকের পুরোটাই। নয়নাভিরাম ফুটবলশৈলী দিয়ে মাতিয়েছেন মাঠ, কুড়িয়েছেন ভক্ত-সমর্থক-অনুরাগীদের প্রশংসা। ঘরোয়া ফুটবলে দাপটের সঙ্গে খেলেছেন ঐতিহ্যবাহী তৎকালীন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং নব্বইয়ের দশকের ‘ড্রিম টিম’খ্যাত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রেও। সেই শিমুল মাত্র ৪৮ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বগুড়ার একটি হাসপাতালে ইন্তেকাল করেন বুধবার (ইন্নালিল্লাহি ... রাজেউন)। শিমুল মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শিমুলের জানাজা আজ সকাল ১১টায় অনুষ্ঠিত হবে বগুড়ার শিবগঞ্জ গাংনগর ঈদগাহ মাঠে। শিমুলের মৃত্যুতে আন্তরিক শোক প্রকাশ এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সোনালি অতীত ক্লাব, ফুটবল কোচে’স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ আরও অনেক সংগঠন। শিমুল নিজ যোগ্যতাবলে খেলেছেন ১৯৮৬ সিউল এশিয়ান গেমস ও ১৯৮৭ সাফ গেমসের মতো আসর। খেলেছেন আসলাম, কায়সার, কানন, রুপুদের সঙ্গে। খেলা ছাড়ার পর কোচিংয়ে জড়িয়েছিলেন স্বল্প সময়ের জন্য। তবে মাঠের মতো সেখানে সফলতা পাননি বলে ছেড়ে দেন। আর এবার ছেড়ে চলে গেলেন আপন পৃথিবীই!
×