
উৎসবের মধ্যমনি সালাহ
ইংলিশ প্রিমিয়ার লিগের এবারে মৌসুমের শিরোপাটা ঘরে তুলতে লিভারপুলের প্রয়োজন ছিল মাত্র একটা পয়েন্ট। টটেনহাম হটস্পারের কাছে কোনোভাবে হার এড়াতে পারলেই চলতো। কিন্তু আজ (রবিবার) স্পার্সের জালে গোলবন্যা বইয়ে ২০-তম প্রিমিয়ার লিগ জিতল অলরেডরা। শুরুতে পিছিয়ে পড়েও লুইস দিয়াজ, ম্যাক-এলিস্টার, মোহামেদ সালাহদের গোলে ৫-১ ব্যবধানে জিতে অ্যানফিল্ডে শিরোপা উৎসবে মাতল মার্সিসাইডের ক্লাবটি।
চার মৌসুম পর চার ম্যাচ হাতে লিগ শিরোপা নিশ্চিত করার মৌসুমে ৩৪ ম্যাচ শেষে ২৫ জয়, ৭ ড্র ও ২ হার্ব লিভারপুলের সংগ্রহ ৮২ পয়েন্ট। দ্বিতীয় অবস্থানে থাকা আর্সেনালের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে তারা। ছুঁয়েছে সর্বোচ্চ ২০টি প্রিমিয়ার লিগ শিরোপা জেতা ম্যানচেস্টার ইউনাইটেডকে।
নিজেদের মাঠে প্রথম দশ মিনিটের মধ্যেই বেশ কয়েকটি আক্রমণ শানায় লিভারপুল। যদিও গোলের দেখা পায়নি আর্নে স্লটের দল। তবে ম্যাচের দ্বাদশ মিনিটে উল্টো গোল হজম করে বসে তারা। হেড থেকে দারুণ গোল করে লিভারপুল সমর্থকদের শিরোপা উৎসবে পানি ঢেলে দেন ডোমিনিক সোলাঙ্কি। সেটাতেই যেন তেঁতে উঠল লিভারপুল। চেনা দর্শক, চেনা আবহে স্পার্সকে নিয়ে শুরু করল ছেলেখেলা।
ডোমিনিক সবজলাইয়ের পাস থেকে বল পেয়ে গোল করে দলকে সমতায় ফেরান কলম্বিয়ান উইংগার লুইস দিয়াজ। প্রথমে অফসাইডের পতাকা উঠলেও ভিএআরের রিপ্লের পর পরবর্তীতে সেই সিদ্ধান্ত বদল হয়। এর দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুন করেন ডাচ ফুটবলার কোডি গাকপো।
প্রথামার্ধ শেষ হওয়ার মিনিট দুয়েক আগে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে লিভারপুলের হয়ে তৃতীয় গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক-এলিস্টার। ৩-১ ব্যবধানে থেকে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেন ভ্যান ডাইকরা। দ্বিতীয়ার্ধে গোলের দেখা পেতে অবশ্য আরেকটু অপেক্ষা করতে হয়েছে লিভারপুলকে।
নিজেদের অর্ধে বল পেয়ে পাল্টা আক্রমণে উঠে শিরোপা জয়ের অপেক্ষায় থাকা ইংলিশ ক্লাবটি। সবজলাইয়ের পাস থেকে বল পেয়ে ডি-বক্সে জায়গা বানিয়ে লক্ষ্যভেদ করেন মোহামেদ সালাহ। আর পঞ্চম গোলটি আসে স্পার্সের ডিফেন্ডার ডেস্টিনি উডোগের কল্যাণে। আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালের বল জড়িয়ে দেন এই ইতালিয়ান।
মিরাজ /রাজু