ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

রিয়াল মাদ্রিদের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন বার্সেলোনা 

প্রকাশিত: ১০:৪২, ২৭ এপ্রিল ২০২৫

রিয়াল মাদ্রিদের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন বার্সেলোনা 

রেকর্ড ৩২তম কোপা দেল’রের শিরোপা জয়ের আনন্দে মাতোয়ারা বার্সা শিবির

বার্সেলোনাই হাসলো শেষের হাসি। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের স্বপ্ন ভেঙে চুরমার করে কোপা দেল'রের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো কাতালান ক্লাবটি। শনিবার টুর্নামেন্টের ফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর হ্যান্সি ফ্লিকের দল ৩-২ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। সেইসঙ্গে স্প্যানিশ কোপা দেল'রের রেকর্ড ৩২তম ট্রফি জয়ের নজির গড়লো ইয়ামাল-রাফিনহারা।

অন্যদিকে চলতি মৌসুমের তৃতীয় এল ক্ল্যাসিকোতেও হেরে চরম হতাশা নিয়েই মাঠ ছেড়েছে এমবাপে-ভিনিসিয়াসরা।

এল ক্লাসিকো মানেই বাড়তি উত্তাপ, ফুটবল মাঠে টান টান উত্তেজনার পাশাপাশি চরম নাটকীয়তা। কোপা দেল'রের ফাইনালটাও যেন তার যথাযথ মঞ্চায়ন। উন্মাদনায় কিংবা রোমাঞ্চ সবকিছু মিলিয়ে ফাইনালটা হলো ফাইনালের মতোই। পাঁচ গোলের এই থ্রিলার শেষে শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করেছে বার্সেলোনা।

কোপা দেল'রের ফাইনাল শুরুর আগে থেকেই রেফারি নিয়ে বিতর্কের শুরু। শেষমেষ সেভিয়ার লা কার্তুহা স্টেডিয়ামে খেলা শুরু হয়। তবে এল ক্ল্যাসিকোর প্রথমার্ধজুড়ে চলে বার্সেলোনার আধিপত্য। ম্যাচের ২৮ মিনিটে প্রথম এগিয়েও যায় তারা। স্প্যানিশ তরুণ  লামিন ইয়ামালের অ্যাসিস্ট থেকে দুর্দান্ত এক গোল করে কাতালানদের এগিয়ে দেন পেদ্রি। গোল হজম করে হাল ছাড়েনি রিয়াল মাদ্রিদও। কিছুক্ষণ পর বার্সার জালে বলও জড়ায় লস ব্ল্যাঙ্কোসরা। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল করে দেন রেফারি। বিরতির আগে পেনাল্টিরও দেখা পায় রিয়াল। কিন্তু বিধিবাম, এবারও অফসাইডের কারণে তা বাতিল করে দেন রেফারি।

চোটের কারণে এল ক্ল্যাসিকোর প্রথম একাদশে ছিলেন না এদিন কিলিয়ান এমবাপে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই রদ্রিগোর জায়গায় তাকে মাঠে নামান কার্লো আনচেলত্তি। আক্রমণে গতি বাড়ে রিয়ালের। সেই প্রমাণ মেলে ৭০ থেকে ৭৭ মিনিটে। ৭ মিনিটের ব্যবধানেই যে বার্সার জালে দুই দুইবার বল জড়ায় রিয়াল! ৭০ মিনিটে ফ্রি-কিক থেকে মানবদেয়ালের পাশ কাটিয়ে দুর্দান্ত এক শটে রিয়ালকে সমতায় ফেরান এমবাপে। ৭ মিনিট পর অরেলিয়ে চুয়োমেনির গোলে এগিয়েও যায় রিয়াল। এবার আর্দা গুলারের কর্নার থেকে হেডের সৌজন্যে জাল কাঁপান চুয়োমেনি। ২-১ গোলে এগিয়ে গেলে স্বস্তি ফিরে রিয়াল মাদ্রিদের ভক্ত-সমর্থকদের মনে। কিন্তু এই উচ্ছ্বাস খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আনচেলত্তির দল। দ্বিতীয়ার্ধের ৮৪ মিনিটেই যে সমতায় ফেরে বার্সা। ইয়ামালের পাস থেকে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া ও ডিফেন্ডার আন্তোনিও রুডিগারকে বোকা বানিয়ে বল জালে পাঠান ফেরান বার্সেলোনার স্প্যানিশ তারকা ফেরান তোরেস। ম্যাচের যোগ করা সময়ের শেষ মিনিটে বার্সা পেনাল্টি পেলেও ভিএআরে তা বাতিল করে দেন রেফারি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ে ম্যাচের উত্তেজনা আরও বেড়ে যায়। তবে ১১৬ মিনিটে লুকা মদ্রিচের ভুল পাসে বল পেয়ে যান জুলেস কুন্দে। বক্সের বাইরে থেকে মাটি কামড়ানো অসাধারণ এক শটে গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দিয়ে যেন এল ক্ল্যাসিকোর সব আলো কেড়ে নেন বার্সেলোনার এই ডিফেন্ডার। তবে ম্যাচের নাটকীয়তা তখনও থামেনি। এমবাপেকে কুবারসি ফাউল করলে পেনাল্টির আবেদন করে রিয়াল। কিন্তু দেখা যায় ফরাসি তারকা অফসাইডে ছিলেন, এরপর পেনাল্টি বাতিল করলেই রেফারিকে উদ্দেশ্য করে রিয়ালের ডাগআউট থেকে কিছু ছোঁড়া হয়, তাতেই উত্তেজনা আরও বাড়ে। এরপর রিয়াল মাদ্রিদের তিন ফুটবলার অ্যান্তোনি রুডিগার, জুড বেলিংহ্যাম এবং লুকাস ভাজকুয়েজকে লালকার্ড দেখান রেফারি। ৩-২ গোলে হারের পাশাপাশি ৩ লাল কার্ডের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে।

মোস্তফা/আবীর

×