ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

হ্যাটট্রিক ‘এল ক্ল্যাসিকো’ জয়ের হাতছানি বার্সেলোনার

প্রকাশিত: ২০:৫৪, ২৫ এপ্রিল ২০২৫

হ্যাটট্রিক ‘এল ক্ল্যাসিকো’ জয়ের হাতছানি বার্সেলোনার

রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে শুক্রবার সেভিয়ার উদ্দেশ্যে বিমান ধরে বার্সা শিবির

এল ক্ল্যাসিকো মানেই বাড়তি উত্তেজনা। রিয়াল-বার্সার যে লড়াইয়ের জন্য অপেক্ষায় থাকে গোটা দুনিয়ার ফুটবলপ্রেমীরা। স্প্যানিশ কোপা দেল রে’র ফাইনালে আগামীকাল রবিবার মাঠে নামবে স্পেনের দুই জায়ান্ট। সেভিয়ার মাঠ লা কার্তুহায় এটা হবে চলতি মৌসুমের তৃতীয় এল ক্ল্যাসিকো। এর আগে দুটিতেই রিয়াল মাদ্রিদকে লজ্জাজনকভাবে হারিয়েছে বার্সেলোনা। গত অক্টোবরে লা লিগায় হ্যান্সি ফ্লিকের দল ৪-০ গোলে বর্তমান চ্যাম্পিয়নদের বিধ্বস্ত করার পর জানুয়ারীতে ফাইনালে ৫-২ ব্যবধানে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ট্রফি উঁচিয়ে ধরেছিল। কাতালানদের সামনে এখন হ্যাটট্রিক জয়ের হাতছানি। 
চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছে বার্সেলোনা। জাভির উত্তরসূরী হিসেবে হ্যান্সি ফ্লিক দায়িত্ব নেওয়ার পর থেকেই উড়ছে কাতালান ক্লাবটি। ইতোমধ্যেই স্প্যানিশ সুপার কাপের শিরোপা জয়ের স্বাদ পেয়েছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগার ট্রফি পুনরুদ্ধারেও এগিয়ে রয়েছে ইয়ামাল-লেভানডোস্কিরা। সেইসঙ্গে জায়গা করে নিয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালেও। ফলে আজ কোপা দেল রে’র ফাইনালে চ্যাম্পিয়ন হলে চার শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে কাতালান ক্লাবটি।

অন্যদিকে, রিয়াল মাদ্রিদের শোকেসেও একটি শিরোপা রয়েছে। আগস্টে উয়েফা সুপার কাপ জিতেছিল লস ব্ল্যাঙ্কোসরা। তবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হেরে যায় রিয়াল মাদ্রিদ। এরপর নিজেদের গর্বের জায়গা উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল থেকেও ছিটকে যায় কার্লো আনচেলত্তির দল। তাছাড়া স্প্যানিশ লা লিগার ট্রফিও হারানোর দ্বারপ্রান্তে ভিনিসিয়াস-এমবাপেরা। কেননা বার্সার চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে এই মুহূর্তে যে টেবিলের দুইয়ে অবস্থান লস ব্ল্যাঙ্কোসদের। যে কারণেই আজ কোপা দেল রে’র ফাইনালের তাৎপর্যও রিয়াল মাদ্রিদের কাছে অন্যরকম।

তবে এই টুর্নামেন্টে রয়েছে বার্সেলোনার আধিপত্য। সর্বোচ্চ ৩১বারের চ্যাম্পিয়ন কাতালান ক্লাবটি এবার খেলবে রেকর্ড ৪৩তম ফাইনাল। যেখানে রিয়াল মাদ্রিদ এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ২০বার। ২০২২-২৩ মৌসুমে সর্বশেষ এই টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরেছিল রিয়াল। বার্সা চ্যাম্পিয়ন হয়েছিল আরও আগে, ২০২০-২১ মৌসুমে। এবার কারা হাসবে? দেল রে’র এই এল ক্ল্যাসিকো দেখার জন্য তাই উন্মুখ হয়ে রয়েছেন গোটা দুনিয়ার ভক্ত-সমর্থকরা। এল ক্ল্যাসিকোর আগে লিগে নিজেদের শেষ ম্যাচে জয় দিয়ে প্রস্তুতি পর্ব সেরেছে।

তবে চোটের দিক থেকে বার্সা শিবিরে সুঃসংবাদ থাকলেও রিয়ালে চরম দুঃসংবাদ। কেননা, এই ম্যাচ দিয়েই যে দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় পর মাঠে ফিরতে পারেন বার্সেলোনার জার্মান গোলরক্ষক আন্দ্রে টের স্টেগান। গত সেপ্টেম্বরে হাঁটুর ইনজুরিতে ছিটকে যাওয়ার পর মার্চে ৩২ বছর বয়সী এই গোলরক্ষক অনুশীলনে ফেরার পর মাঠে নামার ছাড়পত্রও পেয়ে গেলেন।  তবে টের স্টেগানের চেয়ে সিজনিকে গোলরক্ষকের ভূমিকায় দেখা যাওয়ার সম্ভাবনাও আজ প্রবল। এদিকে, তৃতীয় এল ক্ল্যাসিকোর আগে রিয়াল শিবিরে দুটি চোটের আঘাত। বার্সার বিপক্ষে কাল খেলতে পারবেন না ডেভিড আলাবা ও এদুয়ার্দো কামাভিঙ্গা। সর্বশেষ ম্যাচে গেটাফের বিপক্ষে অস্ট্রিয়ান ডিফেন্ডার আলাবার জায়গায় মাঠে নামানো হয় ফরাসি তারকা কামাভিঙ্গাকে। কাকতালীয়ভাবেই এই দুজনেই চোটে পড়েন একদিনে! 
এই ম্যাচে বাড়তি নজর থাকবে রিয়ালের ডাগআউটেও। কেননা, বার্সার কাছে হারলেই যে চাকরী হারাতে পারেন কার্লো আনচেলত্তি!
 

মোস্তফা /রাজু

×