
টটেনহ্যামের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলণে ব্যস্ত লিভারপুল শিবির
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে রুখে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। বুধবার এমিরেটস স্টেডিয়ামে ২-২ গোলের সমতায় শেষ হয় লিগের একমাত্র ম্যাচটি। ফলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য লিভারপুলের প্রয়োজন আর মাত্র ১ পয়েন্ট। অর্থাৎ আগামী রবিবারই লিগ শিরোপা পুনরুদ্ধারের উৎসব করতে পারে আর্নে স্লটের দল।
কেননা, সেদিন নিজেদের মাঠ এনফিল্ডে টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হবে লিভারপুল। সেই ম্যাচে না হারলেই ট্রফি নিশ্চিত করে ফেলবে ভার্জিল-সালাহরা। জয় পেলে তো কথাই নেই; ড্র করে ১ পয়েন্ট পেলেও ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ড ২০তম প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের মাইলফলক স্পর্শ করবে লিভারপুল।
মৌসুমের প্রথম ৩৩ ম্যাচ শেষে ২৪ জয় আর ৭ ড্রয়ে ৭৯ পয়েন্ট নিয়ে এই মুহুর্তে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে লিভারপুল। যেখানে এক ম্যাচ বেশি খেলে ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে আর্সেনাল। এই মুহুর্তে গানারদের সঙ্গে লিভারপুলের পয়েন্ট ব্যবধান ১২। বাকী রয়েছে কেবলমাত্র ৪ ম্যাচ। আর্সেনালের সমান ৩৪ ম্যাচ থেকে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি।
যাদের লক্ষ্য শীর্ষ চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের খেলা নিশ্চিত করা। ইউরোপসেরার এই টুর্নামেন্টে যাওয়ার দৌড়ে রয়েছে নটিংহ্যাম ফরেস্ট এবং নিউক্যাসল ইউনাইটেডও। দুই দলেরই পয়েন্ট ব্যবধান মাত্র ১। তিনে থাকা সিটির যেখানে ৬০ সেখানে চার ও পঞ্চম স্থানে অবস্থান করা নটিংহ্যাম আর নিউক্যাসল ইউনাইটেডের পয়েন্ট যথাক্রমে ৬০ ও ৫৯।
মোস্তফা /রাজু