ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

হামজার হলুদ কার্ড জয়ে ফিরল শেফিল্ড

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:০০, ২০ এপ্রিল ২০২৫

হামজার হলুদ কার্ড জয়ে ফিরল শেফিল্ড

হামজা চৌধুরী

জয়ে ফিরেছে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। চ্যাম্পিয়নশিপে টানা তিন ম্যাচ হেরে ইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি ওঠার দৌড়ে বেশ পিছিয়েই পড়েছিল তারা। তবে সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে শেফিল্ড ইউনাইটেড। শুক্রবার নিজেদের মাঠে তারা ২-০ গোলে কার্ডিফ সিটিকে হারিয়ে প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন জিইয়ে রাখল হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। 
নিজেদের মাঠে এদিন ৩৩ মিনিটে গুস্তাভো হ্যামারের দুর্দান্ত গোলে প্রথম এগিয়ে যায় শেফিল্ড ইউনাইটেড। এদিন মাঝমাঠে দারুণ খেলেন বাংলাদেশী বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী। কিন্তু ম্যাচের বয়স যখন ৬৯ মিনিট তখনই ফাউল করে হলুদ কার্ড দেখেন তিনি। দ্বিতীয়ার্ধের ৮৭ মিনিটে শেফিল্ডের হয়ে গোল ব্যবধান দ্বিগুণ করেন ব্রেরেটন দিয়াজ। সেই সঙ্গে ৩ পয়েন্টও নিশ্চিত হয় দলের। এই জয়ে ৪৩ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে শেফিল্ড ইউনাইটেড। যেখানে সমান ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে রয়েছে লিডস ইউনাইটেড।

×