ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

বার্সাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বরুসিয়া

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:৫২, ৯ এপ্রিল ২০২৫

বার্সাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বরুসিয়া

বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহাকে আটকাতে প্রস্তুতি বরুসিয়া ডর্টমুন্ডের সুইস গোলরক্ষক গ্রেগর কোবেলের (ডানে)

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার মুখোমুখি হচ্ছে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। বরুসিয়ার মাঠ সিগনাল ইদুনা পার্কে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়। একই সময়ে আরেক ম্যাচে পিএসজির (প্যারিস সেন্ট-জার্মেইন) সঙ্গে লড়বে ইংলিশ অ্যাস্টন ভিলা।

যেখানে ফরাসি চ্যাম্পিয়নরা তাদের হোম ভেন্যু পার্ক ডেস প্রিন্সেসে ভিলাকে আতিথ্য দেবে। টানা তিন মাস ধরে কোনো প্রতিযোগিতায় হার না মানা বার্সেলোনাকে কি থামাতে পারবে বরুসিয়া? এই প্রশ্নে জার্মান ক্লাবটির জন্য বড় প্রেরণা হতে পারে রিয়াল বেটিস! লা-লিগায় মাত্রই দুদিন আগে সুপার বার্সাকে ১-১এ রুখে দিয়েছে বেটিস। বরুসিয়ার অ্যাটাকিং ফুটবল বার্সার ডিফেন্সের জন্য চ্যালেঞ্জ হতে পারে। তবে ক্লাবটির জন্য বড় ধাক্কা হয়ে এসেছে নিকো শ্লটারবেকের ইনজুরি, হাঁটুর চোট নিয়ে ছিটকে গেছেন এই সেন্টার ব্যাক।
দারুণ ফুটবল খেলছে বরুসিয়া। নিজেদের শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে, ড্র করেছে বাকি দুটিতে। জুড বেলিংহাম এবং মার্কো রিউসের মতো খেলোয়াড়রা দলকে শক্তিশালী অবস্থানে রেখেছেন। তাদের আক্রমণাত্মক খেলার ধরন বার্সেলোনার ডিফেন্সের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। অন্যদিকে, বার্সেলোনা এই মৌসুমে কিছুটা অস্থির।

লা লিগায় তারা প্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে কঠিন সময় পার করলেও, চ্যাম্পিয়ন্স লিগে পারফরম্যান্স বেশ স্থিতিশীল। দলের মূল তারকা লেভানডোভস্কি এবং পেদ্রি আক্রমণে ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। লেভানডোভস্কি এই মৌসুমে বার্সার প্রধান গোলদাতা। তার অভিজ্ঞতা এবং দক্ষতা দলের জন্য বড় সম্পদ।

বিপরীতে জুড বেলিংহাম তার গতিময় খেলা ও মিডফিল্ড নিয়ন্ত্রণে দক্ষতার কারণে ডর্টমুন্ডের মূল শক্তি।  এই ম্যাচে দুই দলেরই জয়ের সম্ভাবনা রয়েছে। তবে, ডর্টমুন্ড তাদের ঘরের মাঠে খেলার সুবিধা নিতে পারে। গতিময় আক্রমণের বিরুদ্ধে ম্যাচটা বার্সেলোনার ডিফেন্সের জন্যেও বড় পরীক্ষা। এই ম্যাচটি শুধুমাত্র দুটি দলের জন্য নয়, ফুটবলপ্রেমীদের জন্যও অত্যন্ত আকর্ষণীয়।

এ নিয়ে  টানা দ্বিতীয় মৌসুম কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে বরুশিয়া। যদিও গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিল তারা এবং হেরে গিয়েছিল রিয়াল মাদ্রিদের কাছে। এবারও সে পথে রয়েছে। 
তবে, কোয়ার্টারে প্রতিপক্ষ বার্সা বলেই কঠিন পরীক্ষা তাদের। ১৯৯৭ সালে একবারই চ্যাম্পিয়ন্স লিগে জিতেছিল তারা। ২০২৪ সালের ১২ ডিসেম্বর চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের মধ্যে সর্বশেষ খেলায় বার্সেলোনা ডর্টমুন্ডকে হারিয়েছিল ৩-২ গোলে। এবার ম্যাচটি শুরু থেকেই তীব্র উত্তেজনাপূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে। গত কয়েকটি ম্যাচে ধারাবাহিকভাবে পারফর্ম করা বার্সেলোনা বল দখল এবং সৃজনশীলতার ওপর আধিপত্য বিস্তার করবে বলে মনে করা হচ্ছে।

মাঝমাঠ দখল এবং প্রতিপক্ষের রক্ষণভাগে ফাঁক তৈরি করা। ঘরের মাঠে খেলা অবশ্যই একটি সুবিধা। বার্সেলোনার শুরুর আক্রমণগুলো প্রতিহত করে পাল্টা আক্রমণে যেতে চাইবে ডর্টমুন্ড। তবে, প্রতিটি পজিশনে অভিজ্ঞতা এবং ব্যক্তিগত গুণমানের কারণে বার্সেলোনাই ফেভারিট হিসেবে মাঠে নামবে।

×