
রোনাল্ডো ও হ্যারিকেন
দুর্দান্ত এক রাত কাটিয়েছেন ক্রিশ্চিয়ানা রোনাল্ডো এবং হ্যারি কেন। শুক্রবার দুই তারকাই নিজেদের ক্লাবের জার্সিতে গোলের দেখা পেয়েছেন। সৌদি প্রো লিগে সিআর সেভেনের জোড়া গোলের সৌজন্যে তার দল আল নাসর ৩-১ ব্যবধানে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে। অন্যদিকে জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখও একই ব্যাবধানে হারিয়েছে অগসবার্গকে। এই ম্যাচে দলের দ্বিতীয় গোলটি করে বায়ার্নকে লিড এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন।
সৌদি প্রো লিগে আল হিলালের মাঠে এদিন আতিথ্য নেয় আল নাসর। আক্রমণ, পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। দ্বিতীয় মিনিটেই ডিফেন্ডারের নৈপুণ্যতায় গোল হজম থেকে রক্ষা পায় আল নাসর। ২৬ মিনিটে পেনাল্টি এরিয়ার কাছে বল পেয়েও জালে জড়াতে ব্যর্থ হন নাসরের জন ডুরান। শেষমেশ প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের দেখা পান সফরকারীরা। প্রতিপক্ষের মাঠে আল নাসরকে লিড এনে দেন আলি আলহাসান।
কর্নার থেকে পাওয়া বল ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো ক্রসে জালে জড়ান মিডফিল্ডার আল হাসান। বিরতি থেকে ফিরেই ব্যবধান বাড়িয়ে নেয় আল নাসর। এবার গোল করেন রোনাল্ডো। ডানপ্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সে ঢুকে পাস দেন সাদিও মানে। পেনাল্টি এরিয়ার সামনে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে জাল কাঁপান পর্তুগিজ সুপারস্টার। ৬২ মিনিটে একটি গোল শোধ করে আল হিলাল। তবে তারা সমতায় ফেরার সুযোগ পায়নি।
উল্টো ৮৮ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন সিআর সেভেন। ৪০ বছর পেরোনো এ তারকার সব মিলিয়ে লিগে গোলসংখ্যা হলো ২১। যা আসরে সর্বোচ্চ। সব মিলিয়ে চলতি মৌসুমে আল নাসরের হয়ে ৩৪ ম্যাচে ৩০ গোলের পাশাপাশি ৪ অ্যাসিস্ট করেছেন তিনি। হাজারতম গোলের মাইলফলকের পথেও একটু একটু করে এগিয়ে যাচ্ছেন তিনি। আল হিলাল ম্যাচের পর সব মিলিয়ে তার গোলসংখ্যা হলো ৯৩১।
এই জয়ে ৩ পয়েন্ট আদায় করে লিগ শিরোপার দৌড়ে আশা বাঁচিয়ে রাখল আল নাসর। ২৬ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে তাদের পয়েন্ট ৫৪। সমান ম্যাচে ৩ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আল হিলাল। এক ম্যাচ কম খেলে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল ইত্তিহাদ।
এদিকে, মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে বড় ধাক্কা খেয়েছে বায়ার্ন মিউনিখ। চোট পেয়েছেন দলটির তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার জামাল মুসিয়ালা। শুক্রবার অগসবার্গের বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচে এই চোট পান মুসিয়ালা। ৩০ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়া বায়ার্নকে ১২ মিনিট পর সমতায় ফেরান তিনি। পরে ৫৪তম মিনিটে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় ২২ বছর বয়সী এই ফুটবলারকে। এখনও তার চোটের ধরন নিশ্চিত করে জানা যায়নি।
ধারণা করা হচ্ছে, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মুসিয়ালা। মুসিয়ালা মাঠ ছাড়ার ৪ মিনিট পর আরেকটি বড় ধাক্কা খায় বায়ার্ন। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তাদের সুইস ডিফেন্ডার সেদ্রিক সেজিগের। একজন কম নিয়ে খেলে দুই মিনিট পরই হ্যারি কেনের হেডে এগিয়ে যায় বায়ার্ন। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আত্মঘাতী থেকে তারা পায় আরেকটি গোল।
এই জয়ের পর আনন্দের সঙ্গে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানির কণ্ঠে ঝরল মুসিয়ালার চোট নিয়ে হতাশাও। তিনি বলেন, এই মৌসুমে এরই মধ্যে জামালকে ছাড়া কয়েক ম্যাচে খেলেছি। আমি ডাক্তার না এবং আমি বেশিদূরে তাকাতে চাই না। দুর্ভাগ্যবশত, মনে হচ্ছে সে ইন্টার ম্যাচে খেলতে পারবে না। আজ ও কালকের পরীক্ষা-নিরীক্ষার পর আমরা আরও জানতে পারব। তবে এই জয়ে লিগ টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করেছে বায়ার্ন। শিরোপাধারী বায়ার লেভারকুসেনের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে কেন-মুলাররা।