ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

এবার মাদাম তুসোয় এমবাপে

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:০৩, ২৯ মার্চ ২০২৫

এবার মাদাম তুসোয় এমবাপে

নিজের মোমের মূর্তির সঙ্গে এমবাপে

কিলিয়ান এমবাপে রীতিমতো বিস্মিত! লন্ডনের বিখ্যাত মাদাম তুসোর জাদুঘরে নিজের মোমের মূর্তি দেখে একেবারেই মুগ্ধ-বিমোহিত রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকা। দরজা ঠেলে ভেতরে ঢুকার পর তা দেখে যেন কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকা। যে কারণেই তার মুখ ফুটে অস্ফুটে বেরিয়ে এলো, ‘ওহ, ওয়াও!’
প্যারিসের গেভা জাদুঘরে এমবাপের মোমের মূর্তি শোভা পাচ্ছে আরও আগে থেকেই। এখন থেকে লন্ডনের বিখ্যাত মাদাম তুসো জাদুঘরের তারকারাজির আকাশেও জ্বলজ্বল করবে এমবাপের মোমের মূর্তি। আগামী ২০ এপ্রিল ইস্টার সানডে থেকে প্রদর্শনী হবে মাদাম তুসোয়। সেজন্য আমন্ত্রণ জানানো হয় এমবাপেকে। আর  ২৬ বছর বয়সী এই তারকার নিজের মূর্তি দেখার সেই ভিডিও প্রকাশ করা হয় জাদুঘরের পক্ষ থেকে।

যেখানে দেখা যায়, কক্ষে ঢুকে মূর্তিটি দেখেই ভালো লাগার হাসি ফুটে ওঠে এমবাপের মুখে। কাছে গিয়ে মূর্তির মুখে হাত বুলিয়ে, গায়ে আলতু করে হাত দিয়ে ভালোভাবেন দেখেন তিনি। খুব কাছ থেকে মূর্তির মুখে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাসিমুখে বলেন, ‘দ্যাটস মি।’
উয়েফা নেশন্স লিগে সম্প্রতি যে জার্সি পরে খেলেছে ফ্রান্স, জাতীয় দলের সেই জার্সি গায়েই তৈরি করা হয় মোমের এমবাপেকে। এমবাপে তা দেখে মুগ্ধ হয়ে বলেন, ‘ফ্রান্সের নতুন জার্সি, এমনকি নতুন বুট। এটাই আমি, দ্যাটস মি, অসাধারণ, হ্যান্ডসাম! ও মাই গড, আপনারা সবকিছুই দারুণভাবে করেছেন।’

×