
লিওনেল মেসি
ইন্টার মিয়ামির জার্সিতে আগের ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেই গোলের দেখা পেয়েছিলেন লিওনেল মেসি। সোমবার বদলি নয় বরং শুরুর একাদশেই মাঠে নামলেন ইন্টার মিয়ামির আর্জেন্টাইন তারকা। আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে দারুণ এক চোখ ধাঁধানো গোলও করেন তিনি। মেজর লিগ সকারে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল মেসির ইন্টার মিয়ামি।
যদিওবা ঘরের মাঠ মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে এদিন ম্যাচ শুরুর ১১ মিনিটেই আইভরিয়ান স্ট্রাইকার এমানুয়েল লাত্তে লাথের গোলে এগিয়ে গিয়েছিল আটলান্টা। তবে ২০ মিনিটেই অসাধারণ এক গোল করে নিজের জাত চেনানোর পাশাপাশি দলকেও সমতায় ফেরান এলএম টেন। এই সময়ে চিতার বেগে বক্সে ঢুকে ডিফেন্ডারকে কাটিয়ে চিপ করে রীতিমতো গোলরক্ষকে বোকা বানিয়েই আটালান্টার জালে বল জড়ান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই মহানায়ক।
ম্যাচের ৮৩ মিনিটে মিয়ামির জয়সূচক গোলটি করেন ফাফা পিকল্ট। সেইসঙ্গে টানা তিন জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে উঠে এসেছে মিয়ামি। ম্যাচ শেষে ৩৮ ছুই ছুই বয়সী মেসির প্রশংসায় পঞ্চমুখ মিয়ামির কোচ জাভিয়ের মাচেরানো, ‘লিওর গোলটা চমৎকার। সে এই খেলার ইতিহাসের সেরা একজন ফুটবলার। তার বিষয়ে আমার এর চেয়ে বেশি কিছু বলার নেই।’