
ছবিঃ সংগৃহীত
দুই গোল পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে আতলেতিকো মাদ্রিদকে ৪-২ ব্যবধানে হারিয়ে লা লিগার শীর্ষে উঠে গেছে বার্সেলোনা। লামিন ইয়ামাল ও ফেরান তোরেস ইনজুরি টাইমে গোল করে বার্সাকে দারুণ এক জয় এনে দেন।
ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ:
⚽ আতলেতিকো মাদ্রিদ ২-৪ বার্সেলোনা
🔹 আতলেতিকোর গোল: জুলিয়ান আলভারেজ (৪৫’), আলেকজান্ডার সোরলথ (৭০’)
🔹 বার্সার গোল: রবার্ট লেভানদোভস্কি (৭২’), ফেরান তোরেস (৭৮’, ৯০+৮’), লামিন ইয়ামাল (৯০+২’)
ম্যাচের চিত্র
লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে আতলেতিকো মাদ্রিদ প্রথম থেকেই দাপট দেখিয়ে এগিয়ে যায়। প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে জুলিয়ান আলভারেজ গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৭০তম মিনিটে আলেকজান্ডার সোরলথের গোলে ব্যবধান দ্বিগুণ করে আতলেতিকো।
কিন্তু ম্যাচের রঙ বদলে যেতে থাকে ৭২তম মিনিট থেকে। রবার্ট লেভানদোভস্কি ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে বার্সাকে ম্যাচে ফেরান। এরপর ৭৮তম মিনিটে ফেরান তোরেসের হেড থেকে আসে সমতাসূচক গোল।
শেষ মুহূর্তে নাটকীয়তা আরও বাড়ে। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে লামিন ইয়ামাল দারুণ এক কার্লিং শটে বার্সাকে এগিয়ে দেন। আর শেষ বাঁশির আগ মুহূর্তে ফেরান তোরেসের আরেকটি গোল নিশ্চিত করে বার্সার অবিশ্বাস্য জয়।
এই জয়ে বার্সেলোনা এখন ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে, যদিও তাদের একটি ম্যাচ কম খেলা রয়েছে। আতলেতিকো ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়ে গেছে।
ইমরান