ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বন্যার্তদের জন্য মেসির হৃদয়ের আকুতি

প্রকাশিত: ১৪:০২, ১১ মার্চ ২০২৫

বন্যার্তদের জন্য মেসির হৃদয়ের আকুতি

বিশ্ব ফুটবলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র লিওনেল মেসি যখন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির হয়ে খেলায় ব্যস্ত, তখন তার মাতৃভূমি আর্জেন্টিনার একটি অংশ ভয়াবহ বন্যায় বিপর্যস্ত। দেশটির বাহিয়া ব্লাঙ্কা শহরে আকস্মিক বন্যায় অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে, হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এ মর্মান্তিক ঘটনায় নিজের আবেগ প্রকাশ করেছেন বিশ্বকাপজয়ী এই তারকা।

সোশ্যাল মিডিয়ায় বন্যাদুর্গতদের উদ্দেশে বার্তা দিয়ে মেসি লিখেছেন, ‘বাহিয়া ব্লাঙ্কায় যা ঘটছে, আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। যেসব পরিবার তাদের আপনজন হারিয়েছে, তাদের প্রতি আমার গভীর সমবেদনা রইল। যারা এই দুর্যোগে কঠিন সময় পার করছে, তাদের মানসিক দৃঢ়তা কামনা করছি।’

আর্জেন্টিনার গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, প্রবল বর্ষণের কারণে বাহিয়া ব্লাঙ্কায় এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। মাত্র ৮ ঘণ্টার টানা বর্ষণে শহরের বিভিন্ন স্থাপনা পানির নিচে তলিয়ে গেছে। হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে।

এই বিপর্যয়ের খবর শুনে মেসির মন ভারাক্রান্ত হয়েছে। দেশের মানুষের দুঃখে তিনি উদ্বিগ্ন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। মানবিক এই বিপর্যয়ে তিনি আর্জেন্টিনার জনগণের পাশে থাকার বার্তা দিয়েছেন।

মেসির মতো বিশ্বখ্যাত ফুটবল তারকার এ ধরনের মানবিক বার্তা শুধু আর্জেন্টিনার মানুষদেরই নয়, বরং সারা বিশ্বের মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। এই ধরনের উদ্যোগ মানুষের প্রতি তার ভালোবাসা ও দায়িত্ববোধেরই প্রতিফলন।

 

রাজু

×