
ফুটবলারদের ওমরাহ পালন
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে খেলার আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জাভিয়ের ক্যাবরেরা চূড়ান্ত পর্বে চোখ রেখে তার শিষ্যদের নিয়ে কয়েকদিন আগে বিমানযোগে রওনা হন সৌদি আরবে। দেশটির তায়েফে প্রায় দুই সপ্তাহ কন্ডিশনিং ক্যাম্প করবেন জামাল ভূঁইয়ারা। সেখান থেকে ১৭ মার্চ দেশে ফিরে দুইদিন অনুশীলন করে উড়াল দেবে শিলংয়ে।
এখন বাংলাদেশ দল সৌদি আরবের তায়েফে ক্যাম্প করছে। সোমবার অনুশীলন ছিল না। এই দিনে বাংলাদেশ দলের মুসলিম ফুটবলার, কোচিং স্টাফরা মক্কায় গিয়ে ওমরাহ পালন করেন। অমুসলিম ফুটবলার, কোচিং স্টাফ তায়েফে হোটেলে অবস্থান করেন।
২৫ মার্চ ভারতের বিপক্ষে ৩০ জনের প্রাথমিক স্কোয়াড দিয়েছিলেন বাংলাদেশ কোচ জাভিয়ের ক্যাবরেরা। সেই স্কোয়াডের ২৮ ফুটবলার ঢাকায় ক্যাম্প শুরু করেন। ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম সোমবার জেদ্দায় পৌঁছে দলের সঙ্গে যোগ দেন। বাংলাদেশ দলের সঙ্গে থাকা লিয়াজোঁ অফিসার ফাহমিদুলকে জেদ্দা থেকে তায়েফের হোটেলে নিয়ে যান।
বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া ওমরাহ পালনের পর বললেন, গত ২-৩ বছর আমরা সৌদিতে অনুশীলন ক্যাম্প করেছি। প্রতিবারই আমরা ওমরাহ পালন করেছি। সবাই একসঙ্গে ওমরাহ করতে পারাটা দলের জন্য ইতিবাচক, দলের জন্যও ভালো। আমাদের জন্য দোয়া করবেন, সবাই সুস্থ আছে। ডিফেন্ডার রহমত মিয়ার ভাষ্য, আমি আগেও ফুটবল দলের সঙ্গে দুবার ওমরাহ করার সুযোগ পেয়েছি। এবার হলো তৃতীয়বার।
এটা সব মুসলমানের জন্য শান্তির জায়গা। সৌদিতে আসার সুযোগে ওমরাহ করতে পারাটা সত্যিই সৌভাগ্যের। সবাই এখানে আসার জন্য উদগ্রীব থাকে। এটি আমাদের মনোযোগ বেড়ে যাবে।
দলের ম্যানেজার আমের খান বললেন, আজ আমাদের অনুশীলনের বিরতি ছিল। এই সুযোগে দলের ভেতর বন্ধন দৃঢ় করতে আমরা ওমরাহ পালনের সিদ্ধান্ত নিই। এমন একটি পবিত্র স্থানে এসে ওমরাহ না করতে পারলে নিজের কাছেও খারাপ লাগত। এই পরিকল্পনাটি হঠাৎ করেই নেওয়া হয়েছে।
১৮ বছর বয়সী ফাহমিদুলের বাড়ি বাংলাদেশের ফেনী জেলায়। তবে তিনি বেড়ে উঠেছেন ইতালিতে, সে দেশের নাগরিকত্বও নিয়েছেন ১৮ বছর বয়সী এই ফুটবলার। বয়সভিত্তিক পর্যায় থেকে ইতালিয়ান ঘরোয়া ক্লাব ইউসি সামপদোরিয়া ইয়ুথ ক্লাবে খেলে এসেছেন ফাহমিদুল। ২০২০ সাল থেকে ২০২৪ পর্যন্ত ক্লাবটির হয়ে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৮ পর্যায়ে খেলার পর ২০২৪ সালের জুলাইতে যোগ দেন লিগোরনা ক্লাবে।
তবে লিগোরনায় বেশিদিন স্থায়ী হতে পারেননি ফাহমিদুল। ৪ মাস পরেই যোগ দেন ইতালির আরেক ক্লাব লিভোরনোতে। চলতি বছরের জানুয়ারিতে লিভোরনোও ছেড়ে দিলে ক্লাবহীন হয়ে পড়েন ফাহমিদুল। তবে বাংলাদেশ দলে ডাক পাওয়ার ৪ দিন আগে ওলবিয়া কালসিওতে যোগ দিয়েছেন ফাহমিদুল। নাপোলির ক্লাবটির হয়ে অবশ্য এখনো কোনো মাঠে নামা হয়নি তার।