ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

১০ জনের দল নিয়েও বার্সেলোনার জয়

প্রকাশিত: ০৬:০৩, ৬ মার্চ ২০২৫

১০ জনের দল নিয়েও বার্সেলোনার জয়

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের খেলা শেষে বার্সেলোনা এগিয়ে থাকলো। বেনফিকার মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে কাতালান জায়ান্টরা। বুধবার ১০ জনের দল নিয়েও ১-০ গোলে জিতেছে হ্যান্সি ফ্লিকের দল।

২২তম মিনিটে পাউ কুবারসি বেনফিকার ভেনগেলিস পাভলিদিসকে ফাউল করে লাল কার্ড দেখেন। একজন কম নিয়ে খেলেও হাল ছাড়েনি বার্সা। এই প্রতিকূল সময়ে তাদের কিপার উজচেখ শেসনি দারুণ কিছু সেভে দলকে ম্যাচে রাখেন।

পোলিশ কিপারের এই প্রচেষ্টার পুরস্কার পায় বার্সা। ম্যাচের ৬১তম মিনিটে বেনফিকার বক্স থেকে ভুল পাসে বল পান রাফিনিয়া। প্রতিপক্ষের ভুলের সুযোগ ভালোভাবে নেন ব্রাজিলিয়ান। তার নিচু শট বেনফিকার এক ডিফেন্ডারের গায়ে লেগে বাঁ পাশের পোস্ট দিয়ে জালে জড়ায়।

 

রাফিনিয়ার গোলে জিতলেও বার্সেলোনার নায়ক শেসনি। গত সেপ্টেম্বরে হাঁটুর লিগামেন্ট ছিড়ে ছিটকে যাওয়া মার্ক আন্দ্রে টের স্টেগেরন স্থলাভিষিক্ত হন তিনি। অবসর ভেঙে বার্সার জার্সি পরা পোলিশ কিপার এদিন বাঁচান দলকে।

বার্সা মিডফিল্ডার পেদ্রি বলেছেন, ‘শেসনি আজকে আমাদের অনেকবার রক্ষা করেছে। সে অসাধারণ। ম্যাচের শুরুতে একজনকে হারানোর পর দলীয় প্রচেষ্টাকে অনেক কৃতিত্ব দিতেই হবে।’

শেসনির চমৎকারিত্ব শুরু হয় কিকঅফের ৩০ সেকেন্ড পর। পাভলিদিস বল দখলে নিয়ে বক্সের মধ্যে কেরেম আকতুরকোগলুকে দেন। তার নিচু শট এক হাতে রুখে দেন ৩৪ বছর বয়সী কিপার।

শেসনি ম্যাচে সব মিলিয়ে আটটি সেভ করেন, যার মধ্যে পাঁচটি দ্বিতীয়ার্ধে। বেনফিকা তখন ৬০ শতাংশেরও বেশি সময় বলের দখলে রেখেছিল এবং গোলের প্রচেষ্টা ছিল ১৫টি। বিরতির ঠিক পরে ফ্রেডরিক আর্সনেসকে খুব কাছ থেকে ঠেকিয়ে ঝলক দেখান পোলিশ কিপার। তারপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রেনাটো সানচেসের বুলেট স্ট্রাইকও ফিরিয়ে দিয়ে দলকে উদ্ধার করেন তিনি।গোলের জন্য বার্সাকে শট নিতে দেখা গেছে মাত্র দুইবার, তার মধ্যে লক্ষ্যে নেওয়া একমাত্র শটেই হয়েছে গোল।

সাজিদ

×