ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

রিয়ালের হাসি, আর্সেনালের ইতিহাস

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:০২, ৬ মার্চ ২০২৫

রিয়ালের হাসি, আর্সেনালের ইতিহাস

নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের পাঁচ ফুটবলারকে ফাঁকি দিয়ে রিয়াল মাদ্রিদের জয়সূচক গোল করছেন ব্রাহিম দিয়াজ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের লড়াই শুরু হয়ে গেছে। মঙ্গলবার রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে মাঠে নেমেছিল ৮ দল। তবে এদিন বাড়তি নজর ছিল মাদ্রিদ ডার্বিতে। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ এদিন ২-১ গোলে হারিয়েছে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে। সেই সঙ্গে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।

তবে মঙ্গলবার আলাদাভাবে নজর কেড়েছে আর্সেনাল। ইংলিশ ক্লাবটি ৭-১ গোলে রীতিমতো উড়িয়েই দিয়েছে হল্যান্ডের ক্লাব পিএসভি আইন্দোভেনকে। আরেক ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা ৩-১ ব্যবধানে ক্লাব ব্রুগেকে হারিয়ে সেমির পথে একধাপ এগিয়ে গেছে। তবে নিজেদের মাঠে জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ড ১-১ গোলে লিলির সঙ্গে ড্র করে ভক্ত-সমর্থকদের হতাশ করেছে। চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

তবে চলতি মৌসুমে শিরোপা ধরে রাখার মিশনটা মোটেও সমর্থকদের প্রত্যাশা মাফিক হয়নি। শুরু থেকেই বাজে পারফর্ম করায় প্লে অফ খেলে গ্রুপ পর্বের বাধা অতিক্রম করতে হয় কার্লো আনচেলত্তির শিষ্যদের। শেষ ষোলোতেই তাদের সামনে প্রতিপক্ষ হিসেবে দাঁড়ায় নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথম লেগে মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে ডিয়েগো সিমিওনের শিষ্যদের আতিথ্য দেয় লস ব্ল্যাঙ্কোসরা।

নিজেদের মাঠে শুরু থেকেই দারুণ খেলে আনচেলত্তির দল। ম্যাচের ৪ মিনিটেই গোল করে স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসান রদ্রিগো। মাঝমাঠ থেকে ফেডেরিকো ভালভের্দের পাস থেকে অ্যাটলেটিকোর তিনজন ডিফেন্ডারকে ড্রিবল করে বাম পায়ের জোড়ালো শটে দারুণ এক গোল করেন রিয়ালের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে গোল হজম করেও হাল ছাড়েনি সিমিওনের শিষ্যরা।

ম্যাচের ৩২ মিনিটেই জাবি গালানের অ্যাসিস্ট থেকে দুর্দান্ত শটে গোল করে অ্যাটলেটিকো মাদ্রিদকে সমতায় ফেরান আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। এবারের চ্যাম্পিয়ন্স লিগে  যা তার সপ্তম আর সব প্রতিযোগিতা মিলিয়ে ২২তম গোল। ফলে সমতায় শেষ হয় স্পেনের দুই জায়ান্টের লড়াই। কিন্তু ম্যাচের বয়স যখন ৫৫ মিনিট তখনই গোল করে রিয়ালকে আবার এাগিয়ে দেন ব্রাহিম দিয়াজ।

অ্যাটলেটিকোর পাঁচ ডিফেন্ডারকে বোকা বানিয়ে দূরের পোস্টে শট নিয়ে বল জালে জড়ান রিয়ালের এই মরোক্কান উইঙ্গার। এরপর আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে গ্যালাক্টিকোরা। আগামী ১৩ মার্চ ফিরতি লেগে অ্যাটলেটিকোর মাঠে রিয়ালকে স্বাগত জানাবে ডিয়েগো সিমিওনের দল। 
রিয়ালের কষ্টের জয়ের দিনে গোল উৎসব করেছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগের সুদীর্ঘ ইতিহাসে এই প্রথম নকআউট পর্বের অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষের জালে ৭ বার বল জড়ানোর অবিস্মরণীয় কীর্তিও গড়লো তারা। ডাচ ক্লাব পিএসভির মাঠে ম্যাচের প্রথমার্ধেই ৩ গোলে এগিয়ে যায় মাইকেল আর্তেতার দল। এই ম্যাচে জোড়া গোল করেন আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড।

ম্যাচের ১৮ মিনিটে  গোল উৎসবের শুরুটা করেন জুলিয়েন টিম্বার। তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ইথান নোয়ানেরী। ৩১ মিনিটে মাইকেল  মেরিনো  গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে  থেকে বিরতিতে যায় গানাররা। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে গোল করেন আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড। তার উৎসবের রেশ কাটতে না কাটতেই অর্থাৎ পরের মিনিটেই আরও এক  গোল করেন আর্সেনালের লিয়ান্দ্রো ট্রোসার্ড।

এরপর ৭৩ মিনিটে ওডেগার্ড ব্যক্তিগত দ্বিতীয় এবং ৮৫ মিনিটে পিএসভির জালে গানারদের হয়ে শেষ পেরেকটি ঠুকে দেন বদলি নামা কালাফিওরি। পিএসভির এন ল্যাং ম্যাচের ৪৩ মিনিটে পেনাল্টিতে একমাত্র গোলটি করেন। 
এদিন প্রিমিয়ার লিগের আরেক ক্লাব অ্যাস্টন ভিলাও জয় পেয়েছে। হাড্ডাহাড্ডি ম্যাচে তারা ৩-১ গোলে হারিয়েছে ক্লাব ব্রুগেকে। ম্যাচের প্রথমার্ধ ১-১ গোলে শেষ হয়। কিন্তু খেলা শেষ হওয়ার আগে ৬ মিনিটের মধ্যে দুই গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাস্টন ভিলা। অন্য ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ড ১-১ গোলে ড্র করেছে ফরাসি ক্লাব লিলের সঙ্গে।

×