ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

চেনা ছন্দে নেইমার

আয়ান আব্রাজ

প্রকাশিত: ০০:৩৭, ৫ মার্চ ২০২৫

চেনা ছন্দে নেইমার

নেইমার

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা নেইমার। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা এবং ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে খেলার পর নতুন করে ঠিকানা গড়েছিলেন সৌদি প্রো লিগের দল আল হিলালে। কিন্তু ব্রাজিলিয়ান সুপারস্টারের দুর্ভাগ্য। চোটের কারণে সৌদি আরবের প্রায় পুরোটা সময়ই মাঠের বাইরে কাটে তার।

অবশেষে চলতি বছরের জানুয়ারিতেই আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে দেন নেইমার। আল হিলাল ছেড়ে নেইমার আবারও তার শৈশবের ক্লাব সান্তোসে নতুন করে ঠিকানা গড়েন। 
গত ফেব্রুয়ারিতেই তেত্রিশ বছরে পা দিয়েছেন নেইমার। তথাপি সান্তোস তার রাজপুত্রকে অত্যন্ত সম্মানের সঙ্গেই বরণ করে নেয়। ঠিক যেন রাজসিক প্রত্যাবর্তন। সান্তোসে নেইমার তার পুরনো ১১ নম্বর জার্সি পরেননি, যেটা তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত পরে মাঠ কাঁপিয়েছিলেন। সেটা না পরে বরং দ্বিতীয় অধ্যায়ে কিংবদন্তি পেলের বিখ্যাত ১০ নম্বর জার্সি বেছে নিলেন নেইমার।

এ প্রসঙ্গে ব্রাজিলিয়ান সুপারস্টার বলেন, এই পবিত্র জার্সি পরা আমার জন্য অনেক বড় সম্মানের বিষয়। সান্তোসে দ্বিতীয় অধ্যায়ে শুরুটাও করেন দুর্দান্ত। প্রায় ১২ বছর পর সান্তোসের জার্সিতে প্রত্যাবর্তনের ম্যাচেই আলো ছড়ান নেইমার। বদলি নেমে বোতাফোগোর বিপক্ষে ম্যাচে নেইমার বেশ ভালো খেলেন। দারুণ এক গোলের সুযোগ তৈরি করে ম্যাচসেরার পুরস্কারটাও নিজের করে নিয়েছিলেন বার্সেলোনার সাবেক এই তারকা ফরোয়ার্ড।

সান্তোসের দ্বিতীয় অধ্যায়ের অভিষেক ম্যাচের পরই মাঠে পুরো ছন্দে ফিরতে আরও কিছুটা সময় চেয়েছিলেন নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টার বলেছিলেন, ‘আমাকে আরও ম্যাচ খেলতে হবে। এখনো শতভাগ ফিরে পাইনি। অনেক দৌড়ানো এবং খুব বেশি ড্রিবলও করতে চাইনি। আশা করি, চার-পাঁচ ম্যাচের মধ্যেই আরও ভালো অনুভব করব।’
এর প্রমাণ নেইমার ইতোমধ্যেই দিয়ে ফেলেছেন। সেই ম্যাচের পর আরও ছয় ম্যাচ খেলেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। সবই খেলেছেন ম্যাচের শুরু থেকে। আর এই সময়ে ৩ গোল নিজে করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিনটি গোল। সাত ম্যাচ খেলা নেইমার চারটিতেই জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।

সর্বশেষ রবিবারও ম্যাজিক দেখিয়েছেন নেইমার। তার দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যই সান্তোস ২-০ গোলে হারায় ব্রাগাটিনোকে। নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় সান্তোস। মাত্র ৯ মিনিটেই ফ্রি-কিক থেকে নজরকাড়া এক গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। চোখ ধাঁধানো সেই শটে ব্রাগাটিনোর গোলরক্ষক কিছুই করতে পারেননি। এরপরও দারুণ সব ড্রিবলিংয়ে প্রতিপক্ষের রক্ষণভাগে ভীতি ছড়ান তিনি।

অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন নেইমার। দীর্ঘ ইনজুরির পর এমন প্রত্যাবর্তনকে স্বপ্নের মতোই মনে হচ্ছে ব্রাজিলিয়ান সুপারস্টারের কাছে। ম্যাচের পর ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে নেইমার লিখেছেন, ‘আমাকে এই স্বপ্ন থেকে জাগাবেন না।’
এমন সময়ে নেইমার ভক্তদের জন্য আরও একটি সুখবর দিয়েছে ব্রাজিল। ইনজুরির কারণে দীর্ঘদিন জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পাননি তিনি। ১৭ মাস পর আবারও ব্রাজিল জাতীয় দলে ডাক পেলেন নেইমার। ২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ উরুগুয়ের বিপক্ষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জার্সি গায়ে খেলেছিলেন নেইমার। এরপর তো টানা ইনজুরি।

এবার তাকে রেখেই আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন ডোরিভাল জুনিয়র। শৈশবের ক্লাবে ফিরেই এমন সুখবর পেলেন তিনি। মূল সান্তোসের হয়ে চেনা-ছন্দে ফেরার কারণেই খুশি ব্রাজিলিয়ান কোচ ডোরিভাল জুনিয়র। ঘোষিত প্রাথমিক ৫২ সদস্যের দল থেকে ৭ মার্চ ২৩ সদস্যের দল চূড়ান্ত করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপ বাছাইপর্বের পরের দুই ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ কলম্বিয়া ও আর্জেন্টিনা। আগামী ২৬ মার্চ বুয়েন্স আয়ার্সে লিওনে মেসিদের বিপক্ষে নামার আগে ২১ মার্চ কলম্বিয়ার বিপক্ষে খেলবেন নেইমার-ভিনিসিয়াসরা।

×