ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলার বাঘিনীরা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৩৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলার বাঘিনীরা

সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে অনুশীলনে বাংলাদেশের মেয়েরা, দুবাইয়ের আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন কমপ্লেক্সে

‘আমিরাত দল কিভাবে খেলে, সেটা আমরা জানতাম না। এখন বুঝেছি ওদের বিপক্ষে পরের ম্যাচে কিভাবে খেলতে হবে। ওরা হাই প্রেস করে খেলে। ওদের সঙ্গে খেলে বোঝা গেছে ওদের সঙ্গে আমাদের দূরত্ব কতখানি। এরপর আমরা বাংলাদেশে ফিরে প্র্যাকটিস করব, যেন আমরা আরও ভালো খেলতে পারি।’ কথাগুলো আফঈদা খন্দকারের। ‘নতুন’ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক তিনি।

অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই (ফিফা প্রীতি ম্যাচ, ভেন্যু আমিরাতের দুবাইয়ের আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন কমপ্লেক্স) বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গোল পেয়েছেন (পেনাল্টি থেকে)। যদিও বাংলাদেশ ম্যাচটা হেরেছে ৩-১ গোলে। 
বাংলাদেশ আমিরাতের পরের ম্যাচটি হবে একই ভেন্যুতে, আগামী ২ মার্চ। বৃহস্পতিবার বাংলাদেশ দল হালকা অনুশীলন, স্ট্রেচিং এবং রিকভারি ট্রেনিং সেশন করে। লাঞ্চের পর, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম আফঈদাদের হোটেলে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন। তিনি খেলোয়াড় এবং কোচিং স্টাফদের সঙ্গে দেখা করেন, পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত হওয়ার জন্য উৎসাহ এবং অনুপ্রেরণার কথা বলেন। 
গণমাধ্যমে বাফুফের মাধ্যমে প্রেরিত ভিডিও বার্তায় আফঈদা আরও বলেন, ‘গত ম্যাচে খেলতে গিয়ে আমরা যেসব ভুল করেছি, সেগুলো যেন পরের ম্যাচে আর না হয় কোচ আমাদের সেভাবে নির্দেশনা দেবেন, সেভাবেই খেলব। নেক্সট ম্যাচের লক্ষ্য হচ্ছে ভালো খেলা। ভালো খেলে ইনশাআল্লাহ জেতার চেষ্টা করব।’
দলের অন্যতম ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা বলেন, ‘প্রথম ম্যাচে আমরা ভালোই খেলার চেষ্টা করেছি। কিন্তু ব্যাডলাক, গোল খেয়ে গেছি। এর আগে আমিরাতের সঙ্গে খেলিনি। তাই ওদের খেলার ধরন বুঝতে একটু সময় লেগেছে। চেষ্টা করবো পরের ম্যাচে ভালো কিছু করার। আমিরাতের মতো র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের সঙ্গে খেলে অবশ্যই আমাদের উপকার হচ্ছে। এখন কিছু শিখতে পারছি। এটা আমাদের জন্য ভালো।’

×