ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

স্টেড ব্রিওচিনকে ৭-০ ব্যবধানে হারিয়ে সেমিতে পিএসজি

প্রকাশিত: ০৫:১৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

স্টেড ব্রিওচিনকে ৭-০ ব্যবধানে হারিয়ে সেমিতে পিএসজি

প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি) কুপ দে ফ্রান্সের কোয়ার্টার ফাইনালে স্টেড ব্রিওচিনকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের আধিপত্য প্রকাশ করেছে। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল রেনের রোয়াজন পার্কে।

পর্তুগিজ ফরোয়ার্ড গনসালো রামোস ম্যাচের তারকা হয়ে ওঠেন, দুর্দান্ত হ্যাটট্রিক করে পিএসজির বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জোয়াও নেভেস ও উসমান দেম্বেলেও গোল করেন, যা ম্যাচটিকে একপাক্ষিক করে তোলে।

প্রথম বাঁশির সঙ্গে সঙ্গেই পিএসজি খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয়, বলের দখল ধরে রেখে প্রতিপক্ষকে নিজেদের রক্ষণে আটকে রাখে। ১২তম মিনিটে রামোস রক্ষণের ভুল কাজে লাগিয়ে প্রথম গোল করেন। কিছুক্ষণ পর দেম্বেলে বক্সের প্রান্ত থেকে এক শক্তিশালী শটে ব্যবধান দ্বিগুণ করেন।

স্টেড ব্রিওচিন প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও, পিএসজির আক্রমণের ধারাবাহিকতায় তারা বিধ্বস্ত হয়। রামোস বিরতির আগেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন, আর নেভেস আরও একটি গোল যোগ করেন, ফলে বিরতিতে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধেও তাদের আধিপত্য বজায় থাকে, আরও দুটি গোল করে ৭-০ ব্যবধানে সহজ জয় নিশ্চিত করে।

ম্যাচ শেষে পিএসজি ম্যানেজার লুইস এনরিকে দলের পারফরম্যান্সের প্রশংসা করেন এবং প্রতিপক্ষের লড়াকু মনোভাবের প্রশংসা করেন। “আমরা আজ আমাদের যোগ্যতা দেখিয়েছি, তবে স্টেড ব্রিওচিনের লড়াইও সম্মানজনক ছিল। এই প্রতিযোগিতা সবসময়ই বিশেষ, এবং আমরা সামনের ধাপে যেতে পেরে আনন্দিত।”

 

সাজিদ

×