ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

৮ গোলের মহানাটকীয় রোমাঞ্চ বার্সা-অ্যাটলেটিকোর

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:২২, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

৮ গোলের মহানাটকীয় রোমাঞ্চ বার্সা-অ্যাটলেটিকোর

গোলের পর অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজের উল্লাস

স্প্যানিশ লা লিগার শিরোপার লড়াইয়ে এবার দারুণভাবে এগোচ্ছে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। লিগ শিরোপার দৌড়ে থাকা স্পেনের দুই জায়ান্ট মঙ্গলবার রাতে মাঠে নেমেছিল কোপা ডেল রে’র সেমিফাইনালে। প্রথম লেগে মাঠজুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণ, একের পর এক গোল আর নেচে-গেয়ে উৎসবমুখর গ্যালারির রোমাঞ্চকর দৃশ্যই দেখা গেছে এই ম্যাচে।

তবে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর রোমাঞ্চকর ড্রয়ে শেষ হয়েছে বার্সেলোনা-অ্যাটলেটিকোর ম্যাচ। বার্সেলোনার মাঠে শুরুতেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল ডিয়েগো সিমিওনের দল। তবে ২ গোল হজমের পর ৪-২ ব্যবধানের লিড নিয়ে দারুণভাবে ম্যাচে ফিরে বার্সেলোনা। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় কাতালানদের মাঠ থেকে ৪-৪ ব্যবধানের সমতা নিয়ে বাড়ি ফিরে অ্যাটলেটিকো মাদ্রিদ। আগামী ২ এপ্রিলে অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগ। সেই ম্যাচে যারা এগিয়ে থাকবে তারাই নিশ্চিত করবে কোপা ডেল রে’র ফাইনালের টিকিট।
বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে শুরুতেই দাপট দেখায় অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচের ৬ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় সফরকারী দল। ম্যাচের ৪৬ সেকেন্ডে বার্সার জালে প্রথম গোল করেন জুলিয়ান আলভারেজ। এই গোল উৎসবের রেশ কাটতে না কাটতেই ৬ষ্ঠ মিনিটে দ্বিতীয় গোল করেন অ্যান্থনি গ্রিজম্যান। আলভারেজের অ্যাসিস্ট থেকেই গোল করেন এই ফ্রেঞ্চম্যান। দুই গোল হজমের পরই জ্বলে উঠে বার্সেলোনা।

১৯ মিনিটে কাতালানদের হয়ে প্রথম গোল করেন পেদ্রি। তিন মিনিট পর রাফিনহার কর্নার  থেকে দুর্দান্ত হেডে কাতালানদের সমতায় ফেরান ১৮ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার পাও কুবার্সি। প্রথমার্ধের ৪১ মিনিটে ইনিগো মার্টিনেজ গোল করলে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় হ্যান্সি ফ্লিকের দল।
বিরতির পর ৭২ মিনিটে বার্সেলোনার জালে আলেক্সান্ডার সোরলথ বল পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। উল্টো ৭৪ মিনিটে গোল করে স্কোরলাইন ৪-২ করেন বদলি নামা বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কি। এরপর জয়ের স্বপ্ন নিয়েই মাঠ ছাড়ার স্বপ্নে বিভোর হয়ে পড়ে স্বাগতিক সমর্থকরা। কিন্তু ম্যাচের রোমাঞ্চ যেন তখনও বাকি।

৮৪ মিনিটে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলেন অ্যাটলেটিকোর ডিফেন্ডার মার্কোস লিওরেন্তে। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করে বার্সার উৎসব রীতিমতো মাটি করে দেন আলেক্সান্ডার সোরলথ। এই গোলেই যে ৪-৪ ব্যবধানে সমতায় শেষ হয় ম্যাচ। গত বছরের ২১ ডিসেম্বর বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামেও ম্যাচের যোগ করা সময়ে (৯০+৬) গোল করে বার্সেলোনার দর্শকদের স্তব্ধ করে অ্যাটলেটিকোকে দুর্দান্ত এক জয় উপহার দিয়েছিলেন আলেকজান্ডার সোরলথ।

×