ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

ইতিহাস এখন বায়ার্নের পক্ষে 

স্পোর্টস রিপোর্টার 

প্রকাশিত: ২০:৪৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

ইতিহাস এখন বায়ার্নের পক্ষে 

গোলের পর হ্যারি কেনের উদযাপন। চলতি মৌসুমে সবধরনের প্রতিযোগিতায় ২৯ ম্যাচে ২৯ গোল করলেন বায়ার্ন মিউনিখের এই ইংলিশ স্ট্রাইকার


নিজেদের ঘরের মাঠে উড়ছিল সেল্টিক। সর্বশেষ ৩৩ ম্যাচে নিজেদের সমর্থকদের সামনে পরাজয় দেখেনি স্কটল্যান্ডের ক্লাবটি। অবশেষে সেল্টিককে ভুলে যাওয়া হারের স্বাদ উপহার দিল বায়ার্ন মিউনিখ। বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে প্লে-অফের প্রথম লেগে জার্মান জায়ান্টরা ২-১ গোলে হারালো সেল্টিককে। আর তাতেই ২০২৩ সালের ডিসেম্বরের পর ঘরের মাঠে হার দেখল সেল্টিক।


সেল্টিক পার্কে বুধবার রাতে প্রথমার্ধের ৪৫ মিনিটে মাইকেল ওলিসে গোল করে বায়ার্নকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন দারুণ ছন্দে থাকা ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন। ম্যাচের বয়স যখন ৭৯ মিনিট তখন এক গোল পরিশোধ করে দাইজেন মায়েদা স্বাগতিকদের আশা জাগালেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি সেল্টিক।


ফলে প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন উজ্জ্বল করলো বায়ার্ন মিউনিখ। অন্যদিকে ইউরোপ সেরার মঞ্চে টিকে থাকতে তাদের ফিরতি লেগে জিততে হবে বায়ার্নের মাঠে।
তবে ইতিহাস এখন কথা বলছে বায়ার্ন মিউনিখের পক্ষে। কেননা, উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সর্বশেষ ১৩ নকআউট পর্বের ফলাফল ঘাঁটাঘাঁটি করে দেখা যায় প্রথম লেগে এগিয়ে থাকা বায়ার্ন মিউনিখ ই সবসময় পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করেছে।


এখন দেখার অপেক্ষা বায়ার্ন মিউনিখ তাদের অতীত ইতিহাসের ধারাবাহিকতা ধরে রাখবে নাকি প্রতিপক্ষের মাঠ থেকে জয় ছিনিয়ে এনে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলর টিকিট কাটে। বুধবার প্লে-অফের প্রথম লেগের অন্য ম্যাচে আটালান্টাকে সেল্টিকের মতোই ২-১ গোলে হারিয়েছে ক্লাব ব্রুগে। আরেক ম্যাচে ১০ জনের মোনাকোকে ১-০ গোল হারিয়েছে বেনফিকা। এছাড়া ইতালিয়ান জায়ান্ট এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে চমকে দিয়েছে ফেইনুর্ড।

মোস্তফা/সাজিদ

×