ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

কিংবদন্তি মিগুয়েল মুনজকে ছাড়িয়ে আনচেলত্তির আরেকটি কীর্তি

স্পোর্টস রিপোর্টার ॥

প্রকাশিত: ২১:০০, ১২ ফেব্রুয়ারি ২০২৫

কিংবদন্তি মিগুয়েল মুনজকে ছাড়িয়ে আনচেলত্তির আরেকটি কীর্তি

ম্যানসিটির বিপক্ষে ম্যাচে পেপ গার্দিওলার সঙ্গে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি


রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে সফল কোচ এখন  কার্লো আনচেলত্তি। গত বছরের ডিসেম্বরে কাতারের লুসাইল স্টেডিয়ামে মেক্সিক্সান ক্লাব পাচুকাকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের মাধ্যমে রিয়ালের হয়ে ১৫তম ট্রফি উঁচিয়ে ধরেছিলেন এই ইতালিয়ান কোচ। সেইসঙ্গে স্প্যানিশ ক্লাবটির কিংবদন্তি কোচ মিগুয়েল মুনজের ১৪ শিরোপা জয়ের কীর্তিকে ছাড়িয়ে বনে যান রিয়াল মাদ্রিদের সর্বকালের সবচেয়ে সফল কোচ।


উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের প্লে-অফে মঙ্গলবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-২ গোলে জিতে আরও একটি মাইলফলক স্পর্শ করেন কার্লো আনচেলত্তি। সেই মিগুয়েল মুনজকে ছাড়িয়ে এখন ইউরোপের শীর্ষ মহাদেশীয় প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে সর্বোচ্চ ৭২ ম্যাচে প্রতিনিধিত্ব করার নজীর গড়লেন আনচেলত্তি। তার আগে ৭১ ম্যাচে রিয়াল মাদ্রিদকে ইউরোপসেরার এই টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করে শীর্ষস্থানটি দখল করে রেখেছিলেন মুনজ।


এই ৭২ ম্যাচের মধ্যে ৫১টিতেই জয়ের স্বাদ পেয়েছেন আনচেলত্তি। এছাড়া ৯ ম্যাচে ড্র আর বাকী ১২ ম্যাচে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হন ৬৫ বছর বয়সী এই ইতালিয়ান কোচ। 
মঙ্গলবার ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ইউরোপের শীর্ষ মহাদেশীয় প্রতিযোগিতায় ৩০০তম জয়েরও নজীর গড়ে কার্লো আনচেলত্তির দল। ম্যাচ জয়ের এই তালিকায় দুই নম্বরে রয়েছে বায়ার্ন মিউনিখ। ৪০২ ম্যাচ খেলে জার্মান ক্লাবটির জয় ২৪১ ম্যাচে। ৩৫৭ ম্যাচ থেকে ২০৯ জয়ে তালিকার তিনে রয়েছে রিয়ালেরই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। এরপর চার ও পাঁচে রয়েছে যথাক্রমে ম্যানচেস্টার ইউনাইটেড (২৯৯ ম্যাচ খেলে ১৬১ জয়) এবং জুভেন্টাস (৩১০ ম্যাচ থেকে ১৫৭ জয়)। 


জানিয়ে রাখা ভালো যে, রিয়াল মাদ্রিদের হয়ে ইতোমধ্যেই তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি উঁচিয়ে ধরেছেন আনচেলত্তি। ২০১৪ সালে প্রথমবার স্বপ্নের এই ট্রফি জয়ের পর ২০২২ সালে দ্বিতীয় এবং সবশেষে গত মৌসুমে লস ব্ল্যাঙ্কোসদের হয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
 

মোস্তফা/সাজিদ

×