ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

রাত ২টায় ইতিহাদ স্টেডিয়ামে আগুণ লড়াই!

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২১:৪৪, ১১ ফেব্রুয়ারি ২০২৫

রাত ২টায় ইতিহাদ স্টেডিয়ামে আগুণ লড়াই!

ইংল্যান্ডে অনুশীলনে রিয়াল মাদ্রিদ তারকা এমবাপে ও এনদ্রিক ছবি : রিয়ালের ওয়েবসাইট

 

 

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে আর কয়েক ঘন্টা পর মুখোমুখি হচ্ছে বিশ্ব ক্লাব ফুটবলের সবচেয়ে সফল ও ধনী দল রিয়াল মাদ্রিদ এবং ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ম্যাচটি ঘিরে গোটা দুনিয়ায় উত্তেজনা বিরাজ করছে। অনেকে এটাকে ‌'আগুণ' লড়াই আখ্যা দিচ্ছেন। সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে হবে ধুন্ধুমার লড়াই। বাংলাদেশ সময় আজ রাত ২টায় শুরু হয়ে যাবে এমবােপে-হালান্ডদের আগুণে দ্বৈরথ। 


রাতের আকাশের নিচে ফুটবল ইতিহাসের আরেকটি অধ্যায় রচিত হতে চলেছে। একদিকে চ্যাম্পিয়ন্স লিগের চিরন্তন রাজা, যারা কখনোই হার মানতে জানে না; তারা গ্যালাক্টিকো। অন্যদিকে নিজেদের সাম্রাজ্যে  অপ্রতিরোধ্য সিটিজেনরা। আজকের রাত কি হবে মাদ্রিদের জন্য আরেকটি স্বপ্নময় গল্প, যেখানে শেষ বাঁশির আগেও ফিরে আসার গল্প লেখা হয়? নাকি সিটির দুর্ভেদ্য দুর্গেই থেমে যাবে রিয়ালের যাত্রা৷ 
সময়ের কাঁটা কেবল এগিয়ে চলেছে, আর প্রতীক্ষা বাড়ছে এক মহাকাব্যের, যেখানে ভাগ্য গড়ে দেবে এক ঝলমলে রাতের নায়ককে। অপেক্ষা শুধু শেষ বাঁশির, অপেক্ষা শুধু ফুটবলের এক নতুন গল্পের।

 


চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে ইউরোপ সেরার এই টুর্নামেন্টে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে রেকর্ড ১৫তম শিরোপা জয়ের নজীর গড়েছিল স্প্যানিশ পরাশক্তিরা। তার আগের মৌসুমেই নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবার ম্যানচেস্টার সিটিকে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জেতান পেপ গার্দিওলা। তবে এবার নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ থেকেই বিদায় নিতে হচ্ছে দুই জায়ান্টের একটিকে। কেননা এবার যে শেষ ষোলোতে উঠার প্লে-অফেই একে অপরের মুখোমুখি হচ্ছে ম্যানসিটি-রিয়াল।

জয়/সাজিদ

সম্পর্কিত বিষয়:

×