ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

হেরে ক্ষুব্ধ রিয়ালের কোচ, দুষলেন রেফারিকে

প্রকাশিত: ১৩:০৯, ২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৩:১২, ২ ফেব্রুয়ারি ২০২৫

হেরে ক্ষুব্ধ রিয়ালের কোচ, দুষলেন রেফারিকে

গোলের আগে এমবাপেকে মারাত্মক ট্যাকল করে হলুদ কার্ড দেখেন কার্লোস রোমেরো

স্প্যানিশ লা লিগায় এবার বড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার নিজেদের ঘরের মাঠে এস্পানিওল ১-০ গোলে পরাজয়ের লজ্জা উপহার দিয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের।

এস্পানিওলের হয়ে ম্যাচের ৮৫ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন কার্লোস রোমেরো। অথচ এর আগে ম্যাচের ৬১ মিনিটে কিলিয়ান এমবাপেকে ভয়াবহ এক ট্যাকল করে ফেলে দিয়েছিলেন রোমেরো। স্প্যানিশ এই লেফট ব্যাকের ট্যাকল ছিল স্পষ্টতই ইচ্ছাকৃত ও বিপজ্জনক ফাউল। কিন্তু শাস্তি হিসেবে তাকে কেবল মাত্র হলুদ কার্ড দেখান। এই ঘটনার ২৪ মিনিট পরই গোল করে দলকে জেতান রোমেরো। 

এতে ম্যাচের শেষে ক্ষোভ প্রকাশ করেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি।

তিনি বলেন, ‘রেফারি এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা ব্যাখ্যার কিছু নেই। সবাই দেখেছে কী ঘটেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে খেলোয়াড়ের সুরক্ষা নিশ্চিত করা। সে জায়গায় এটা পরিষ্কার একটা ফাউল। খুবই কুৎসিত। সৌভাগ্যবশত খারাপ কিছু ঘটেনি। কিন্তু এটা দেখার জন্য ভিএআর ছিল। এ ঘটনায় লাল কার্ড না  দেখানোটা আমাদের কাছে ব্যাখ্যাতীত।’

রেফারি হলুদ কার্ড দেখালেও ফাউল যে খুব বাজে ছিল তা স্বীকার করেছেন খোদ রোমেরো।

তিনি বলেন, ‘আমি জানতাম, তখন এমবাপে যেভাবে দৌড়াচ্ছিল, থামানো অসম্ভব। যে কারণে থামাতে যেভাবে চ্যালেঞ্জ করা দরকার ছিল, আমি সেটাই করেছি। কিছুটা কুৎসিতই ছিল তা। যা আমার নিজেরও ভালো লাগেনি। আমি এমবাপের কাছে দুঃখপ্রকাশ করেছি।’

রিয়াল মাদ্রিদ হারলেও অনায়াস জয় নিয়ে মাঠ ছেড়েছে তাদেরই নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। এদিন তারা ২-০ গোলে হারিয়েছে মায়োর্কাকে। ফলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে এখন অ্যাটলেটিকোর পয়েন্ট ব্যবধান মাত্র ১। ২২ ম্যাচ থেকে রিয়ালের যেখানে ৪৯ সেখানে অ্যাটলেটিকোর ৪৮। এক ম্যাচ কম খেলা বার্সার পয়েন্ট ৪২।

তবে স্প্যানিশ লা লিগায় শনিবার সবচেয়ে বড় জয়টা পেয়েছে ভিয়ারিয়াল। এদিন তারা ৫-১ গোলে বিধ্বস্ত করে রিয়াল ভায়াদোলিদকে। এছাড়া গেটাফে বনাম সেভিয়ার ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য সমতায়।

এসআরএস

×