পেপ গার্দিওলা
সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ম্যাঞ্চেস্টার সিটির। প্রিমিয়ার লিগের মতোই চ্যাম্পিয়ন্স লিগেও একের পর এক ম্যাচ হেরে চলেছে ২০২৩ সালের চ্যাম্পিয়নেরা। এ বার প্যারিস সঁ জরমঁ-এর কাছে হেরেছে সিটি। ফলে প্রতিযোগিতা থেকে বিদায়ের আশঙ্কা তাদের।
অন্য দিকে নিজেদের ম্যাচে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ফলে এখনও শেষ ষোলোর লড়াইয়ে রয়েছে তারা। আর্সেনালও নিজেদের ম্যাচ জিতেছে। প্রথম আট দলের মধ্যে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে তারা। লড়াইয়ে রয়েছে বায়ার্ন মিউনিখও।
পিএসজির বিরুদ্ধে প্রথমে ২-০ গোলে এগিয়ে যায় সিটি। ৫০ মিনিটে জ্যাক গ্রিলিশ ও ৫৩ মিনিটে আর্লিং হালান্ড গোল দেন। কিন্তু তার পরে চারটি গোল খায় সিটি। ৫৬ মিনিটে উসমান দেম্বেলে, ৬০ মিনিটে ব্র্যাডলি বার্কোলা, ৭৮ মিনিটে জোয়াও নাভাস ও সংযুক্তি সময়ে গনসালো র্যামোস গোল করেন। ২-৪ গোলে হেরে মাঠ ছাড়তে হয় গুয়ার্দিওলার দলকে।
এই হারের পর পয়েন্ট তালিকায় ২৫ নম্বরে রয়েছে সিটি। এ বারের চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম অনুযায়ী পয়েন্ট তালিকার প্রথম আট দল সরাসরি প্রি-কোয়ার্টার ফাইনালে উঠবে। নবম থেকে ২৪তম স্থানে থাকা দল নিজেদের মধ্যে খেলবে। সেখান থেকে ঠিক হবে শেষ ষোলোর বাকি আট দল কারা। ২৫ থেকে ৩৬তম স্থানে থাকা দল বিদায় নেবে। অর্থাৎ, সিটি যদি পরের ম্যাচ জিততে না পারে তা হলে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হবে গুয়ার্দিওলার দলকে।
রিয়াল মাদ্রিদের খেলা ছিল আরবি সালজ়বার্গের বিরুদ্ধে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে রিয়াল। তার ফলও পায় তারা। ২৩ ও ৩৪ মিনিটে গোল করেন রদ্রিগো। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করেন কিলিয়ান এমবাপে। ৫৫ ও ৭৭ মিনিটে জোড়া গোল করে রিয়ালকে ৫-০ এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। ৮৫ মিনিটে সালজ়বার্গ একটি গোল শোধ করলেও জিততে কোনও সমস্যা হয়নি রিয়ালের।
পয়েন্ট তালিকায় রিয়াল রয়েছে ১৬ নম্বরে। তবে শেষ ম্যাচ জিততে পারলে প্রথম আট দলের মধ্যে শেষ করার সুযোগ থাকবে এমবাপেদের। তা না হলেও প্লে-অফ খেলে প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ থাকবে তাদের।
ইংল্যান্ডের ক্লাব আর্সেনালের খেলা ছিল ডায়নামো জ়াগ্রেবের বিরুদ্ধে। সহজেই সেই ম্যাচ জিতেছে আর্সেনাল। ২ মিনিটের মাথায় ডেকলান রাইস প্রথম গোল করেন। ৬৬ মিনিটে কাই হাভের্ৎজ় ও সংযুক্তি সময়ে মার্টিন ওডেগার্ড দলের বাকি দুই গোল করেন। জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ হেরেছে ফেয়েনুর্দের বিরুদ্ধে। ফেয়েনুর্দের হয়ে স্যান্তিয়াগো গিমেনেজ় দু’টি ও আয়াসে উয়েদা একটি গোল করেন। ০-৩ গোলে হারে বায়ার্ন।
সাজিদ