ছবি: সংগৃহীত
লিওনেল মেসি ইউরোপীয় ফুটবলের অধ্যায় শেষে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন, ফুটবল বিশ্বের অনেক পুরোনো খবর। নতুন করে তবে আলোচনায় কেনো এই খবরটি?
এর কারণ মেসির বর্তমান ক্লাব! বর্তমানে ক্লাবটির সঙ্গে তার চুক্তি রয়েছে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত। শোনা যাচ্ছে, ইন্টার মায়ামি মেসির জন্য নতুন চুক্তির প্রস্তাব প্রায় চূড়ান্ত করে ফেলেছে। এই চুক্তির শর্ত অনুযায়ী, ২০২৫ সালের এমএলএস মৌসুম শেষে মেসি ইউরোপ বা অন্য কোনো দেশের ক্লাবের হয়ে ধারে খেলার সুযোগ পেতে পারেন।
এমএলএস মৌসুম সাধারণত ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত চলে। নতুন চুক্তি স্বাক্ষর হলে মেসি ডিসেম্বরের পর ইউরোপের কোনো ক্লাবে গিয়ে খেলার সুযোগ পাবেন। মূলত ২০২৬ সালের বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখেই মেসির জন্য এমন বিশেষ ব্যবস্থা করার পরিকল্পনা করা হচ্ছে, যাতে তিনি নিয়মিত খেলার মধ্যে থাকতে পারেন।
তবে মেসি এই প্রস্তাব গ্রহণ করবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। উল্লেখ্য, এমএলএস থেকে ধারে অন্য ক্লাবে খেলার উদাহরণ নতুন নয়। এর আগে ফরাসি তারকা থিয়েরি অরি নিউইয়র্ক রেড বুলস থেকে আর্সেনালে এবং ডেভিড বেকহ্যাম ও জ্লাতান ইব্রাহিমোভিচ এলএ গ্যালাক্সি থেকে এসি মিলানে ধারে খেলেছেন।
মেসির জন্য ইন্টার মায়ামির এই বিশেষ উদ্যোগ ফুটবল ভক্তদের মধ্যে আলোড়ন তুলেছে। এখন দেখার বিষয়, মেসি কি সিদ্ধান্ত নেন।
এম.কে.