ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

অপ্রতিরোধ্য লিভারপুল

২৫ ম্যাচ খেলে ১টি মাত্র পরাজয়, ৮৪% জয়

প্রকাশিত: ১২:২৫, ২৩ ডিসেম্বর ২০২৪

২৫ ম্যাচ খেলে ১টি মাত্র পরাজয়, ৮৪% জয়

টটেনহ্যামের বিপক্ষে ৯ গোলের ম্যাচে ৬-৩ ব্যবধানে জিতেছে লিভারপুল

অপ্রতিরোধ্য লিভারপুল। এবার শক্তিশালী টটেনহ্যাম হটস্পারের বিপক্ষেও জয় তুলে নিয়েছে তারা। রবিবার আর্নে স্লটের দল ৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে ৬-৩ ব্যবধানে পরাজয়ের স্বাদ উপহার দিয়েছে টটেনহ্যাম হটস্পারকে। ফলে লিগ টেবিলের শীর্ষস্থানটা আরও সুসংহত করেছে অলরেডরা। 

মৌসুমের প্রথম ১৬ ম্যাচ শেষে এখন ১২ জয় আর ৩ ড্র ও ১ হারের সৌজন্যে ৩৯ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে লিভারপুল। যেখানে এক ম্যাচ বেশি খেলা চেলসির পয়েন্ট ৩৫। ১৭ ম্যাচ থেকে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আর্সেনাল। ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১১ নম্বরে অবস্থান করছে টটেনহ্যাম হটস্পার।

রবিবার টটেনহ্যাম হটস্পার তাদেরই মাঠে স্বাগত জানিয়েছিল লিভারপুলকে। লিগ কাপের সেমিফাইনালেও একে অপরের মুখোমুখি হবে এই দুই দল। যে কারণে এই ম্যাচকে ঘিরে ভক্ত-সমর্থকদের উত্তেজনাটা একটু বেশিই  ছিল। প্রতিপক্ষের মাঠে এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে লিভারপুল। ম্যাচের ২৩ মিনিটেই লুইস দিয়াজের গোলে প্রথম এগিয়ে যায় তারা। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে ৪১ মিনিটে একটি গোল শোধ করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় স্বাগতিকরা। কিন্তু প্রথমার্ধেও যোগ করা সময়ের প্রথম মিনিটে ডোমিনিক সোবসলাই গোল করলে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্নে স্লটের দল। 

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দেখা যায় মোহাম্মদ সালাহর ঝলক। ৫৪ এবং ৬১ মিনিটে দুই গোল করেন লিভারপুলের এই মিশরীয় ফরোয়ার্ড। এরপর ৭২ এবং ৮৩ মিনিটে দুই গোল করে ম্যাচ কিছুটা হলেও জমিয়ে তুলে স্বাগতিক শিবির। কিন্তু ৮৫ কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজ ব্যক্তিগত দ্বিতীয় গোল করলে লিভারপুলের ৬-৩ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয়ে যায়।

এর ফলে চলতি মৌসুমের লিগ শিরোপা পুনরুদ্ধারে দারুণভাবেই এগিয়ে যাওয়ার ইঙ্গিতটাকে আরও সুস্পষ্ট করল লিভারপুল। শুধু লিগ কেন? উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও দুর্বার অলরেডরা। সেখানে এখন পর্যন্ত কোন ম্যাচে না হারা ইংলিশ ক্লাবটি ৬ ম্যাচের সবকটিতেই জিতে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে অবস্থান করছে। চলতি মৌসুমে লিভারপুল এতোটাই দুর্দান্ত যে, সব ধরণের প্রতিযোগীতামূলক টুর্নামেন্টে ২৫ ম্যাচ খেলে হেরেছে মাত্র একটিতে। এই সময়ে ২১টিতেই জয় পাওয়া সালাহ-দিয়াজরা ড্র করেছে বাকী তিন ম্যাচে। অর্থাৎ তাদের জয়ের হার ৮৪%। 

প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে রবিবার চমকে দিয়ে বোর্নমাউথ। এদিন তারা ওল্ড ট্র্যাফোর্ডে ৩-০ গোলে বিধ্বস্ত করে ম্যানচেস্টার ইউনাইটেডকে। আরেক ম্যাচে একই ব্যবধানে উল্ভারহ্যাম্পটন পরাজিত করে লিচেস্টার সিটিকে। এছাড়া বাকী দুটি ম্যাচ গোলশূন্য ড্রয়ে শেষ হয়। 
 

মোস্তফা/আর কে

×