দেড়যুগ পর জয়, অ্যাটলেটিকো মাদ্রিদের উৎসবটাও তাই বাধভাঙ্গা
বার্সেলোনার সাম্প্রতিক পারফর্মেন্স খুব খারাপ যাচ্ছিল। তাই শঙ্কা ছিল দুর্দান্ত ফর্মে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জিতে বছর শেষ করতে পারবে কী কাতালান ক্লাবটি? শেষ পর্যন্ত সেই শঙ্কাই বাস্তবে রুপ নিল। ২০২৪ সালের শেষ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরে গেছে বার্সেলোনা। শেষ মুহুর্তের গোলে হ্যান্সি ফ্লিকের দলকে হারিয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে বছর শেষ করল দিয়েগো সিমিওনের শিষ্যরা।
সেইসঙ্গে দীর্ঘ ১৮ বছর পর বার্সেলোনার মাঠ থেকে জয় নিয়ে ফিরল অ্যাটলেটিকো মাদ্রদ। এর আগে সর্বশেষ ২০০৬ সালে কাতালানদের মাঠে জয়ের দেখা পেয়েছিল মাদ্রিদের ক্লাবটি। মাঝে ১৮ ম্যাচে জয়হীন ছিল তারা। যার মধ্যে ৫ ম্যাচে ড্র আর বাকী ১৩ ম্যাচেই হার নিয়ে বাড়ি ফিরেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। এবার বছরের শেষ ম্যাচ জিতে তাই অ্যাটলেটিকো মাদ্রিদের উচ্ছ্বাস বহুগুনে বেড়ে গেছে। তবে নিজেদের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরুতে বার্সেলোনাই আধিপত্য দেখায়। প্রথমার্ধের ৩০ মিনিটে গোল করে এগিয়েও যায় স্বাগতিক শিবির। বক্সের মধ্যে ঢুকে গাভির সঙ্গে ওয়ান-টু পাসের পর নিচু শটে প্রতিপক্ষের গোলকিপার জ্যান ওবলাককে পরাস্ত করেন পেদ্রি। এই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
তবে দ্বিতীয়ার্ধেই ম্যাচে ফেরে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৬০ মিনিটে দুর্দান্ত এক গোল করে সফরকারীদের সমতায় ফেরান রদ্রিগো ডি পল। এরপর নির্ধারিত ৯০ মিনিটে আর কেউ গোল করতে না পারলে ড্রয়ের সম্ভাবনা দেখে দুই দলের সমর্থকরা। কিন্তু না, ম্যাচের নাটকীয়তা যেন তখনও শেষ হয়নি। কেননা, দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ষষ্ট মিনিটেই যে গোল করে অ্যাটলেটিকো মাদ্রিদকে নাটকীয়ভাবে জয় এনে দেন দলের নরওয়েজিয়ান ফরোয়ার্ড আলেক্সান্ডার সোরলথ। আর তাতেই স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে বাধভাঙ্গা উচ্ছ্বাসে মেতে উঠে সফরকারী শিবির। দীর্ঘ দেড় যুগ পর প্রতিপক্ষের মাঠে প্রথম জয় বলে কথা।
বার্সার দুর্গ জয় করে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের এক নম্বরেও উঠে এসেছে দিয়েগো সিমিওনির দল। ১৮ ম্যাচে অ্যাটলেটিকোর পয়েন্ট ৪১। যেখানে ১৯ ম্যাচে বার্সার সংগ্রহে ৩৮ পয়েন্ট। এই হারের পর পয়েন্ট টেবিলের তিনেও নেমে যেতে পারে বার্সেলোনা। কেননা ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। আজ রবিবার রাতেই আবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়ার মুখোমুখি হবে তারা। এই ম্যাচ জিতলেই দুইয়ে উঠে আসবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে বড়দিনের উৎসবে যাওয়ার আগে বার্সার জন্য এটা অনেক বড় হতাশার খবর।
মোস্তফা/আর কে