টানটান উত্তেজনায় ভরা এক ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয় গোলে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এই জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করেছে দিয়েগো সিমিওনের দল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
ম্যাচটি অনুষ্ঠিত হয় অলিম্পিক স্টেডিয়ামে, যেখানে প্রথমার্ধে বেশ দাপট দেখায় স্বাগতিক বার্সেলোনা। ম্যাচের ৩০ মিনিটে পেদ্রির গোলের সুবাদে এগিয়ে যায় কাতালানরা।
তবে বিরতির পর ম্যাচে ফিরতে শুরু করে অ্যাথলেটিকো। ৬০ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দে পলের বক্সের বাইরের চমৎকার এক শট বার্সার জালে জড়িয়ে সমতা ফেরায় তারা।
ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই আসে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে মোলিনার পাস থেকে বদলি খেলোয়াড় সরলথ বল জালে জড়ান। বার্সার গ্যালারি স্তব্ধ হয়ে যায়, আর সিমিওনের শিষ্যরা উদযাপনে মেতে ওঠে।
১৮ বছর পর বার্সেলোনার মাঠে অ্যাথলেটিকো মাদ্রিদের এই স্মরণীয় জয় তাদের শিরোপা অভিযানের পথে বড় ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
রাসেল