ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

পুরো বাংলাদেশ দলের চেয়ে দামী হামজা!

প্রকাশিত: ১৭:০০, ২১ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৭:০১, ২১ ডিসেম্বর ২০২৪

পুরো বাংলাদেশ দলের চেয়ে দামী হামজা!

সংগৃহীত

কদিন আগেই বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলা নিশ্চিত হয়েছে লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীর। ইংলিশ প্রিমিয়ার লিগে নিয়মিত খেলা হামজাকে জাতীয় দলের জার্সি গায়ে দেখা এখন সময়ের ব্যাপার। তবে মজার বিষয় হলো, ফুটবলভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের হিসাব অনুযায়ী সমগ্র বাংলাদেশি ফুটবলারদের সম্মিলিত বাজার মূল্যের চাইতে হামজার একার বাজার মূল্য বেশি।

ফুটবল বিশ্ব পরিচালিত হয় মূলত ক্লাবগুলোকে কেন্দ্র করেই। ফুটবলারদের আর্থিক নিরাপত্তার বিষয়টিও ক্লাবগুলোর মাধ্যমেই নিশ্চিত হয়। প্রতিবছর দলবদলে বিভিন্ন দামে ফুটবলারদের নিজেদের দলে ভেড়ায় কিংবা ছেড়ে দেয় ক্লাবগুলো। কোনো ফুটবলারের বাজার মূল্য বর্তমানে কেমন তা বিভিন্ন মানদন্ডে যাচাই করে ট্রান্সফারমার্কেট নামের ক্রীড়া ওয়েবসাইটটি।

 

তাদের তথ্য অনুযায়ী বাংলাদেশ জাতীয় দলের পুরো খেলোয়াড়দের বাজার মূল্য মোট ৩.০৫ মিলিয়ন ইউরো। অন্যদিকে হামজার একারই বাজার মূল্য ৪.৫০ মিলিয়ন ইউরো। অর্থাৎ ১.৪৫ মিলিয়ন বেশি। ক্যারিয়ারে সর্বোচ্চ ১০ মিলিয়ন ইউরোতে পৌঁছেছিল হামজার বাজার মূল্য।

বাংলাদেশ জাতীয় দলে হামজা যোগ দেওয়ায় ফলে মোট বাজার মূল্য দাঁড়িয়েছে ৭.৫৫ মিলিয়ন ইউরো। যা এখন দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। দুইয়ে থাকা ভারতের বাজার মূল্য ৫.৮৬ মিলিয়ন। এরপর রয়েছে নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ ও পাকিস্তান।

 

এছাড়া পুরো এশিয়াতে বাজার মূল্যের দিক থেকে ১৯ নম্বরে বাংলাদেশ। এ তালিকায় বাংলাদেশ পিছনে ফেলেছে উত্তর কোরিয়ার মতো দেশকে। ২৮৭ মিলিয়ন ইউরো নিয়ে এশিয়ার ভেতর বাজার মূল্যে শীর্ষে রয়েছে জাপান। এরপরের অবস্থান ১৫৯.১৫ মিলিয়ন ইউরো নিয়ে দক্ষিণ কোরিয়ার।

শিহাব

×