ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বার্সেলোনার অগ্নি-পরীক্ষা আজ; পারবে কী শীর্ষে থেকে নতুন বছরে যেতে?

প্রকাশিত: ১৪:২২, ২১ ডিসেম্বর ২০২৪

বার্সেলোনার অগ্নি-পরীক্ষা আজ; পারবে কী শীর্ষে থেকে নতুন বছরে যেতে?

বার্সেলোনার অগ্নি-পরীক্ষা আজ

২০২৪ সালের শেষ ম্যাচ খেলতে আজ মাঠে নামছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় নিজেদের অলিম্পিক স্টেডিয়ামে শক্তিশালী অ্যাটলেটিকো মাদ্রিদকে স্বাগত জানাবে হ্যান্সি ফ্লিকের দল। 


বছরের শেষ এই হাড্ডাহাড্ডি লড়াইকে ঘিরে ভক্ত-সমর্থকদের মধ্যেও বিরাজ করছে অন্যরকম রোমাঞ্চ। ফুটবল বিশেষজ্ঞদের মতে এটা হবে আকর্ষণীয় লড়াই। লা লিগার পয়েন্ট টেবিলের এক বনাম দুইয়ের লড়াই তো বটেই, লিগের ভবিষ্যতের কথা ভাবলেও এই ম্যাচ খুব গুরুত্বপূর্ণ।


এই মুহুর্তে পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকলেও এক ম্যাচ বেশি খেলেছে বার্সেলোনা। প্রথম ১৮ ম্যাচ থেকে তারে সংগ্রহ ৩৮ পয়েন্ট। যেখানে দুই নম্বরে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ১৭ ম্যাচে ৩৮। তিন নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট। তাই আজ বাংলাদেশ সময় শনিবার রাত ২টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে ঠিক হবে কে শীর্ষে থেকে চলতি বছর শেষ করবে। 


স্প্যানিশ লা লিগার জায়ান্ট ক্লাব বার্সেলোনার কোচ হিসেবে চলতি মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছিল হ্যান্সি ফ্লিক। কিন্তু শুরুর সেই উড়ন্ত পারফর্মেন্স যেন মাঝামাঝি সময়ে এসে আর ধরে রাখতে পারেনি ইয়ামাল-লেভানডোস্কিরা। লা লিগার শেষ ছয় ম্যাচে বার্সা জিতেছে মাত্র একটিতে। যার মধ্যে দুটি ড্র, আর হার তিন ম্যাচে। অন্যদিকে, অ্যাটলেটিকো মাদ্রিদ এই মুহূর্তে সম্ভবত ইউরোপের সবচেয়ে ধারাবাহিক দল। সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ১১টি ম্যাচে জিতেছে দিয়েগো সিমিওনের শিষ্যরা।


তাই দুই দলই চাইবে আজ জয় নিয়ে টেবিলের শীর্ষে থেকে নতুন বছরে যেতে। বার্সা-অ্যাটলেটিকো ছাড়াও আজ মাঠে গড়াবে আরও তিনটি খেলা। যেখানে গেটাফে স্বাগত জানাবে মায়োর্কাকে, সেল্টা ভিগো খেলবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এবং আরেক ম্যাচে ওসাসুনার মুখোমুখি হবে অ্যাথলেটিক বিলবাও। 

আশিকুর রহমান

×