ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১

বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেলেন হামজা

প্রকাশিত: ১৯:৩৯, ১৯ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেলেন হামজা

বাংলাদেশের জার্সিতে খেলা নিশ্চিত হওয়ার পর লিচেস্টার সিটির মাঠে লাল-সবুজের পতাকা জড়িয়ে হামজা চৌধুরী

আলোচিত তারকা হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার ছাড়পত্র পেয়েছে। আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে,  ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার হামজার খেলার সিদ্ধান্ত জানিয়েছে। এর ফলে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে আর কোনো বাঁধা নেই হামজার।

বাংলাদেশী বংশোদ্ভূত হামজা ইংল্যান্ডের অনূর্ধ দলের হয়ে খেলেছেন। বর্তমানে খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিচেস্টার সিটির হয়ে।

জাহিদুল আলম জয়

×