ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

বার্সার মাঠে লেগানেসের ঐতিহাসিক জয়

প্রকাশিত: ১৮:৩৫, ১৬ ডিসেম্বর ২০২৪

বার্সার মাঠে লেগানেসের ঐতিহাসিক জয়

দুর্দান্ত হেডে গোল করে লেগানেসের জয়ের নায়ক সার্জিও গঞ্জালেজ

স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার মাঠে প্রথম জয়ের ইতিহাস গড়ল লেগানেস। রবিবার তারা ১-০ গোলে পরাজিত করেছে কাতালানদের। আর তাতেই বার্সার বিপক্ষে তাদেরই মাঠ থেকে প্রথমবার জয় নিয়ে বাড়ি ফিরেছে লেগানেস। 

লেগানেসের জয়ের নায়ক সার্জিও গঞ্জালেজ। এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিজ স্টেডিয়ামে সাড়ে ৩৯ হাজার সমর্থকদের সামনে ম্যাচ শুরুর ৪ মিনিটেই অস্কার রদ্রিগুয়েজের কর্ণার কিক থেকে দর্শণীয় হেডে গোল করে সফরকারীদের এগিয়ে দেন গঞ্জালেজ। এর পর অনেক চেষ্টা করেও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি লেভানডোস্কি-রাফিনহা-ইয়ামালরা। 

ফলে নিজেদের ঘরের মাঠে লেগানেসের কাছে প্রথম পরাজয় বরণ করে নিতে হলো বার্সেলোনাকে। লা লিগার ইতিহাসে এটা লেগানেসের অবশ্য দ্বিতীয় জয়। ৯ বারের মুখোমুখি লড়াইয়ে দুইবার মাত্র জয় পায় লেগানেস। তবে এবারের জয়টি লেগানেসের জন্য নিশ্চই বেশ স্মরণীয় হয়ে থাকবে। কেননা, এই মুহুর্তে যে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে হ্যান্সি ফ্লিকের দল।বার্সার মাঠে প্রথম জয় লেগানেসের উদযাপনটাও তাই বাধভাঙ্গাতাছাড়া, চলতি মৌসুমের শুরুটাও দারুণ করেছিল বার্সেলোনা। কিন্তু শুরুর সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি কাতালান ক্লাবটি। বিশেষ করে শেষ ৬ ম্যাচে বার্সার লিগে জয় মাত্র একটি। এই সময়ে তিনটিতে হার আর বাকী দুটিতে ড্র করে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। রবিবার শেষ ধাক্কাটা খেল লেগানেসের কাছে হেরে।

এর ফলে লিগ টেবিলের লড়াইও জমে উঠেছে। এই মুহুর্তে ১৮ ম্যাচ থেকে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকলেও যে কোন মুহুর্তেই তাদের টপকে যেতে পারে মাদ্রিদের দুই ক্লাব অ্যাটলেটিকো এবং রিয়াল। কেননা, ১৭ ম্যাচ থেকে অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট বার্সাও সমান ৩৮। শুধুমাত্র গোল ব্যবধানে পিছিয়ে পয়েন্ট সমান থাকলেও দুইয়ে রয়েছে ডিয়েগো সিমিওনের দল। অন্যদিকে, ১৭ ম্যাচ থেকে রিয়াল মাদ্রিদর পয়েন্ট ৩৭। অর্থাৎ পরের ম্যাচ জিতলেই বার্সাকে টপকে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা।

বার্সাকে হারিয়ে লেগানেস এখন টেবিলের ১৫ নম্বরে অবস্থান করছে। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। 
মোস্তফা

আর কে

×